Recents in Beach

#

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন যাদের

স্বপ্ন যাদের প্রাইমারী শিক্ষক হওয়া

আপনার যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন থাকে তাহলে আজকের এই পোষ্টটি আপনার জন্য। এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে কিভাবে প্রস্তুতি নিলে আপনি আপনার স্বপ্নের সেই শিক্ষক হওয়ার ইচ্ছা পূরণ করতে পারবেন।

মনের সকল নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলা

আপনার মনের ভিতর যত নেতিবাচক চিন্তা রয়েছে তা সব ঝেড়ে ফেলে দিন। হয়তো কোন বন্ধুবান্ধব বা অন্য কারো কাছ থেকে আপনি শুনে থাকবেন যে টাকা ছাড়া প্রাইমারীর শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া যায় না। আবার কেউ হয়তো বলে থাকবে মামা-চাচা ছাড়া চাকরি হয়না, এমপি-মন্ত্রীর সুপারিশ ছাড়া চাকরি হয়না ইত্যাদি। এসব শুনে আপনি হয়তো হাল ছেড়ে দিয়েছেন। 

কিন্তু আমি আজকে আপনাকে বলছি শিক্ষক হতে হলে এসবের কিছুই লাগেনা। বর্তমানে দেশের নিয়োগ প্রক্রিয়া অনেক স্বচ্ছ। মেধারিবা হরহামেশাই বিভিন্ন সেক্টরে চাকরি পাচ্ছে নিজেদের যোগ্যতায়। এসব নেতিবাচকি চিন্তাভাবনা ঝেড়ে ফেলে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলুন। সৃষ্টিকর্তার উপবর ভরসা রেখে পড়ার টেবিলে বসুন, বইকে ভালোবেসে লেগে থাকুন আর মনে জোর রাখুন যে আমি পারব, তাহলেই জয় নিশ্চিত।

কোন বিষয় থেকে প্রস্তুতি শুরু করবেন

কোন বিষয় থেকে প্রস্তুতি শুরু করবেন সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনার উপর। যে বিষয়ে আপনি ভালো সে বিষয় দিয়েই প্রস্তুতি শুরু করুন। আপনি যদি বাংলায় ভালো হয়ে থাকেন তাহলে বাংলা দিয়ে শুরু করবেন। যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন তবে ইংরেজি এবং যদি গণিতে ভালো হয়ে থাকেন তাহলে গণিত দিয়েই শুরু করবেন। 

সাধরণ জ্ঞানের উপর প্রথম থেকে বেশি গুরুত্ব না দেওয়া্ই ভালো। যদিও সাধারণ জ্ঞান থেকেও ১৮ থেকে ২০ মার্ক থাকে তবুও। কারণ সাধারণ জ্ঞান যখন সহজ হয় তখন সবাই মোটামুটি একটা মার্ক পেয়ে যায়। অবার যখন কঠিন হয় তখন যত ভালো প্রস্তুতি নেননা কেন মার্ক কাটা যাবেই। তাই বলে সাধারণ জ্ঞানকে একেবাবে বাদ দেওয়া যাবেনা। সাধারণ জ্ঞানের জন্য আপনি দৈনিক পত্রিকা ও প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন। তাছাড়া আমরা বর্তমানে সবাই ফেসবুক ব্যবহার করি। এই ফেসবুকের মাধ্যমেও আমরা সাধারণ জ্ঞানের বিভিন্ন বিষয়ে জানতে পারি। 

তাই আপনি বাংলা, ইংরেজি বা গণিত দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। যেটা দিয়েই শুরু করুননা কেন সর্বপ্রথম আপনাকে বাংলা, ইংরেজি ও গণিতের মৌলিক বিষয়গুলোর উপর জোর দিতে হবে। যেমন বাংলার জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ থেকে কারক, বিভক্তি, সমাস, এককথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, সন্ধি, প্রকৃতি ও প্রত্যয়, পারিভাষিক শব্দ ইত্যাদি ভালোভাবে আয়ত্ব করে নিন। ইংরেজির ক্ষেত্রে Part of Speech, Tense, Voice, Sentences, Narration, Right form of verb, Antonyms & Synonyms  ইত্যাদি ভালোবাবে প্রস্তুতি নিন। 

গণিতের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণির গণিত বই থেকে প্রাকটিস করতে পারেন। মোটামুটি প্রস্তুতি শেষ হলে নিজে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে।  পরীক্ষায় যখন আপনি ভালো করবেন তখন নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে যাবে। আর এই আত্মবিশ্বাসই আপনাকে পড়ার প্রতি আরো মনোযোগী করে তুলবে। আর মনের ভিতর তো স্বপ্ন আছেই শিক্ষক হওয়ার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করার। লেগে থাকুন , দেখবেন আপনি সফল হবেনই।

কেন হবেন প্রাইমারীর শিক্ষক?

প্রথমেই বলে রাখি শিক্ষকতা হচ্ছে মহান পেশা। আপনি সরকারি পাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করলে আপনি হবেন একজন রাজস্বভূক্ত চাকরিজীবী। এই মহান পেশায় এসে মানসিক ভাবে শান্তি পেতে পারেন। সবচেয়ে বড় সুবিধা আপনি নিজ উপজেলা বা জেলায় থেকে চাকরি করতে পারবেন। 

তাছাড়া বর্তমান সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাও সন্তোষজনক। শুরুতেই সহকারী শিক্ষকদের বেতন  ১৩ তম গ্রেডে (১১০০০-২৬৫০০) ১১০০০/- টাকা। সাথে বাড়ি ভাড়া অঞ্চল ভেদে মুল বেতনের  ৪৫%-৬০%, চিকিৎসা ভাতা ১৫০০/- টাকা, টিফিন ভাতা ২০০/- টাকা, শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য ৫০০/- টাকা, মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা, ২০% বৈশাখি ভাতা, চাকরি জীবনে প্রতি তিন বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতা।

এবার আসি প্রমোশনের সুবিধায়। সহকারী শিক্ষক হতে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকে প্রমোশনের সুযোগ রয়েছে। তাছাড়া সহকারী শিক্ষকগণ বিভাগীয় প্রার্থী হিসেবে  উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই ইনসট্রাক্টর পদে আবেদন করতে পারেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সেসব পদে যোগদানের সুযোগ রয়েছে। এছাড়া পিটিআই-এ ১৮ মাসের ট্রেনিং-এ ভালো ফলাফলের ভিত্তিতে বিদেশে যাওয়ার সুযোগও রয়েছে।

চাকরির দশ বছর পূর্ণ হলে পেনশন যোগ্য হিসেবে বিবেচিত হবেন। চাকরি শেষে ১৮ মাসের মুল বেতনের সমপরিমাণ টাকা ল্যাম্পগ্রান্ড পাবেন। আরো রয়েছে অর্জিত মূল বেতনের ২৩০ গুন পেনশন ও আজীবন পেনশন সুবিধা, পারিবারিক পেনশন সুবিধা।

তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি শুরু করুন অবশ্যই শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হবে।

 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

  1. খুব ভালো লাগলো। আপনার দেখানো পথেই প্রিপারেশন শুরু করব।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ স্যার, এমন আরো গাইডলাইন চাই।

    উত্তরমুছুন
  3. প্রিপারেশন শুরুর কথা বলা হয়েছে। বিস্তারিত প্রস্তুতির জন্য সাজেশন দিলে উপকার হতো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমাদের সাথে থাকুন। ধারাবাহিক ভাবে পুরোপুরি বিষয় তুলে ধরা হবে। ধন্যবাদ।

      মুছুন
  4. বিস্তারিত সাজেশন দেন ও কোন বই পড়লে ভালো হবে তা বলেন

    উত্তরমুছুন
  5. খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন স্যার।

    উত্তরমুছুন