Recents in Beach

#

২০২২ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১০০ টি গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ১০০ টি অতি গুরুত্বপূর্ন সন্ধি বিচ্ছেদ

Sondhi_bissed_Job_exam

পিডিএফ (PDF) ডাউনলোড করতে পেজের শেষে যান)


১।         "পূর্ণেন্দু" কোন সন্ধি?
            ক) স্বরসন্ধি
            খ) ব্যঞ্জনসন্ধি
            গ) বিসর্গ সন্ধি
            ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
            উত্তর: ()

২।       "কৃষ্টি" শব্দের   সন্ধি বিচ্ছেদ -
            ক) কৃ + ক্তি
            খ) কৃষ্ + তি
            গ) কৃঃ + তি
            ঘ) কৃষ + টি
            উত্তর: ()

৩।      "নিষ্কর" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) নিঃ + কর
            খ) নীঃ + কর
            গ) নিষ + কর
            ঘ) নিস্ + কর
            উত্তর: ()

৪।       "সন্ধি" - এর সন্ধি বিচ্ছেদ কী?
            ক) সম + ধি
            খ) সম্ + ধি
            গ) সম্ + ন্ধি
            ঘ) সণ্ + ধি
            উত্তর: ()

৫।       "মস্যাধার" শব্দটির   সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) মসি + আধার
            খ) মস্যা + আধার
            গ) মসিহ + আধার
            ঘ) মসী + আধার
            উত্তর: ()

৬।       বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
            ক) ব্যঞ্জনসন্ধির
            খ) স্বরসন্ধির
            গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
            ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
            উত্তর: ()

৭।       "সঞ্চয়" শব্দের   সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) সন্ + চয়
            খ) সম্ + চয়
            গ) সঙ্ + চয়
            ঘ) সং + চয়
            উত্তর: ()

৮।       "অহরহ" - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) অহঃ + রহ
            খ) অহঃ + অহ
            গ) অহঃ + অহঃ
            ঘ) অহ + রহ
            উত্তর: ()

৯।       "শীতার্ত" শব্দটির   সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) শীত + ঋত
            খ) শীত + আর্ত
            গ) শিত + ঋত
            ঘ) শিত + অর্ত
            উত্তর: ()

১০।     কোনটি সন্ধির উদ্দেশ্য?
            ক) শব্দের মিলন
            খ) বর্ণের মিল
            গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন
            ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন
            উত্তর: ()


কীভাবে শুরু করবেন সরকারি চাকরির প্রস্তুতি জানতে ক্লিক করুন

১১।        কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
            ক) কুলটা
            খ) গায়ক
            গ) পশ্বধম
            ঘ) নদ্যম্বু
            উত্তর: ()

১২।      কোনটি ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনির সন্ধি?
            ক) একচ্ছত্র
            খ) পবিত্র
            গ) দিগন্ত
            ঘ) সজ্জন
            উত্তর: ()

১৩।      "অত্যন্ত" এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) অত্য + অন্ত
            খ) অতি + অন্ত্য
            গ) অতি + ন্ত
            ঘ) অতি + অন্ত
            উত্তর: ()

১৪।      "তন্বী" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
            ক) তনু +
            খ) তনু +
            গ) তন্বী +
            ঘ) তনী +
            উত্তর: ()

১৫।       "সদা + এব" এর সঠিক সন্ধি হলো -
            ক) সর্বদা
            খ) সর্বত্র
            গ) সদৈব
            ঘ) সর্বৈব
            উত্তর: ()

১৬।       "গায়ক" - এর সন্ধি কোনটি?
            ক) গা + ওক
            খ) গা + অক
            গ) গা + য়ক
            ঘ) গৈ + অক
             উত্তর: ()

১৭।      "নাত + জামাই" - এর সঠিক সন্ধিরূপ কোনটি?
            ক) নাতিজামাই
            খ) নাতজামাই
            গ) নাজজামাই
            ঘ) নাতনিজামাই
             উত্তর: ()

১৮।       "বনস্পতি" - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) বনস্ + পতি
            খ) বনঃ + পতি
            গ) বন + পতি
            ঘ) বনো + পতি
            উত্তর: ()

১৯।      উপরি + উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
            ক) উপরিউক্ত
            খ) উপর্যপরি
            গ) উপর্যুক্ত
            ঘ) পুনরপি
            উত্তর: ()

২০।     "যা + ইচ্ছা + তাই = যাচ্ছেতাই" এখানে কোন ধ্বনি লোপ পেয়েছে?
            ক)
            খ)
            গ)
            ঘ)
            উত্তর: ()

২১।      "কৃষ্টি" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ -
            ক) কৃ + ক্তি
            খ) কৃষ্ + তি
            গ) কৃঃ + তি
            ঘ) কৃষ + টি
            উত্তর: ()

২২।       "নিষ্কর" শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) নিঃ + কর
            খ) নীঃ + কর
            গ) নিষ + কর
            ঘ) নিস্ + কর
            উত্তর: ()

২৩।    "লবণ" শব্দটির সন্ধিবিচ্ছেদ -
            ক) লো + অন
            খ) লব +
            গ) লব + অন
            ঘ) লো + বন
            উত্তর: ()

২৪।     "পর্যন্ত" - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) পর্য + ন্ত
            খ) পরি + অন্ত
            গ) পর্য + অন্ত
            ঘ) + অন্ত
            উত্তর: ()

২৫।     "গোষ্পদ" - এর সন্ধিবিচ্ছেদ কী হবে?
            ক) গোর + পদ
            খ) গো + পদ
            গ) গৌ + পদ    
            ঘ) গৌর + পদ
            উত্তর: ()

২৬।     "ধনুষ্টঙ্কার" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) ধনুঃ + টঙ্কার
            খ) ধনু + টঙ্কার
            গ) ধনুস + টঙ্কার
            ঘ) ধনুষ টঙ্কার
            উত্তর: ()

২৭।       "পশু + অধম" - এর শুদ্ধ সন্ধি কী?
            ক) পশ্বধম
            খ) পশ্বাধম
            গ) পশুধম
            ঘ) পশাধম
            উত্তর: ()

২৮।     খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
            ক) স্বরসন্ধি
            খ) ব্যঞ্জনসন্ধি
            গ) বিসর্গ সন্ধি
            ঘ) বাংলা সন্ধি
            উত্তর: ()

২৯।     উপরি + উপরি সন্ধি সাধিত শব্দ কোনটি?
            ক) উপর্যুপরি
            খ) উপর্যপরি
            গ) উপরিউপার
            ঘ) পুনরপি
            উত্তর: ()

৩০।     "অহর্নিশ" -   সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) অহ + নিশ
            খ) অহো + নিশা
            গ) অহঃ + নিশা
            ঘ) অহর + নিশ
             উত্তর: ()

তৃতীয়-চতুর্থ  শ্রেণির চাকরির পরীক্ষার সিলেবাস


সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস


৩১।       "ষোড়শ" - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
            ক) ষট + অশ
            খ) ষট্ + দশ
            গ) ষড় + অশ
            ঘ) ষড় + দশ
            উত্তর: ()

৩২।    "তদবধি" শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) তত + বধি
            খ) তৎ + বধি
            গ) তদ + অবধি
            ঘ) তৎ + অবধি
             উত্তর: ()

৩৩।    উৎ + ছেদ =
            ক) উচ্ছেদ
            খ) উৎছেদ
            গ) উছ্যেদ
            ঘ) উৎছাদ
            উত্তর: ()

৩৪।     "মতৈক্য" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
            ক) মত + এক
            খ) মত + ঐক্য
            গ) মতঃ + এক
            ঘ) মতঃ + ঐক্যঃ
            উত্তর: ()

৩৫।    "সদা + এব" এর   সন্ধি হলো -
            ক) সর্বদা
            খ) সর্বত্র
            গ) সদৈব
            ঘ) সর্বৈব
            উত্তর: ()

 

৩৫।    অণ্বেষণ = অনু + এষণ
৩৬।    অতএব = অতঃ + এব
৩৭।     অতীব = অতি + ইব
৩৮।    অধিকাংশ = অধিক + অংশ
৩৯।     অন্তর্হিত = অন্তঃ + হিত
৪০।     অনাদর = অন + আদর
৪১।      অনাবশ্যক = অন + আবশ্যক
৪২।     অনিচ্ছা = অন + ইচ্ছা
৪৩।     অপেক্ষা = অপ + ঈক্ষা
৪৪।     অভ্যাস = অভি + আস
৪৫।     অর্ধেক = অর্ধ + এক
৪৬।     অরিন্দম = অরিম্‌ + দম
৪৭।     অরণ্য = + অন্য
৪৮।     অস্তাচল = অস্ত + অচল
৪৯।     অহরহঃ = অহঃ + অহঃ
৫০।     আপত্তি = আপদ + তি
৫১।     আশ্চর্য = + চর্য
৫২।     উচ্ছ্বাস = উৎ + শ্বাস
৫৩।    উচ্ছিষ্ট = উৎ + শিষ্ট
৫৪।     উত্তম = উদ্‌ + তম
৫৫।    উৎকৃষ্ট = উৎকৃষ্‌ +
৫৬।    উদ্যোগ = উৎ + যোগ
৫৭।     উদ্যত = উদ্‌ + যত
৫৮।    উন্মুখ = উৎ + মুখ
৫৯।     উন্মত্ত = উদ্‌ + মত্ত
৬০।     উপায় = উপ + আয়
৬১।     উপস্থিত = উপঃ + থিত
৬২।    উল্লাস = উৎ + লাস
৬৩।    একাকার = এক + আকার
৬৪।     একান্ত = এক + অন্ত
৬৫।    ক্রমাগত = ক্রম + আগত
৬৬।    ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত
৬৭।     কিঞ্চিৎ = কিম্‌ + চিৎ
৬৮।    কিন্তু = কিম্‌ + তু
৬৯।    কিন্নর = কিম্‌ + নর

৭০।     কোত্থেকে = কোথা + থেকে
৭১।      কৃতাঞ্জলি = কৃত + অঞ্জলি
৭২।     কুলাঙ্গার = কুল + অঙ্গার
৭৩।     ঘরামি = ঘর + আমি
৭৪।     চেষ্টা = চেষ + তা
৭৫।     চড়াই = চড় + আই
৭৬।     জীবনানন্দ = জীবন + আনন্দ
৭৭।     জন্মান্তর = জন্ম + অন্তর
৭৮।     জলাঞ্জলি = জল + অঞ্জলি
৭৯।     ঝঞ্ঝা = ঝম্‌ + ঝা
৮০।     যজ্ঞ = যজ্‌ +
৮১।     যথার্থ = যথা + অর্থ
৮২।     যথোপযুক্ত = যথা + উপযুক্ত

৮৩।    বিখ্যাত শব্দের সন্ধি বিচ্ছেদ হল : বিঃ + খ্যাত = বিখ্যাত

৮৪।     ঈশ্বর= ঈশ্ +বর

৮৫।    উত্তরোত্তর= উত্তর+উত্তর

৮৬।    উপুর্য়ুপরি= উপরি+উপরি

৮৭।     উপাচার্য= উপ+আচার্য

৮৮।    ব্যবহার= বেব+হার

৮৯।     জিজ্ঞাসা=জিজ্ + নাসা

৯০।     রাজ্ঞী= রাজ্+নী

৯১।      ভাগ্যবান= ভজ্+যবান

৯২।     অধ্যুষিত= অধি+ উষিত

৯৩।     তাৎক্ষণিক = তৎক্ষণ + ইক

৯৪।     স্রষ্টা= স্রষ্ +তা

৯৫।     ফুলেশ্বরী= ফুল+ ঈশ্বরী

৯৬।    একেক= এক+এক

৯৭।     আলোয়= আলো+এ

৯৮।     আন্না= আর+না

৯৯।     কান্না= কার+না

১০০।   নিশ্চিন্ন= নিঃ+ চিহ্ন


সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ১০০টি সন্ধিবিচ্ছেদ 
পিডিএফ (PDF) ডাউনলোড করুন




বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন

 

 

 

  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ