Recents in Beach

#

শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন ও তৃতীয়-চতুর্থ শ্রেণির সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস

 


সাধারণত চাকরির পরীক্ষায় স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মত কোন নির্দিষ্ট সিলেবাসে হয় না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা হতে প্রশ্ন আসে চাকরির পরীক্ষায়। তাহলে প্রশ্ন করতে পারেন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিব কীভাবে? সব বিষয় খুটিনাটি জানাতো আর সবার পক্ষে সম্ভব নয়। আর যদিও বা সম্ভব হয় তবুও এত বেশি পড়ার সময় তো আর থাকেনা। তবুও বলি পড়তে হবে। প্রচুর পড়তে হবে। লেখাপড়ার কোন বিকল্প নেই। 

তবে আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আজ আমি ১১-২০ গ্রেডের সকল সরকারি চাকরির পরীক্ষার একটি চুড়ান্ত সিলেবাস প্রস্তুত করেছি। আপনারা যদি এই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ যে কোন সরকারি চাকরির লিখিতপরীক্ষায় ৯০-৯৫% কমন পাওয়া সম্ভব। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই সিলেবাসটি। অপনাদের পড়ার সুবিধার্থে বিষয় ভিত্তিক ভাবে সাজিয়ে দেওয়া হলো। সিলেবাসটি এমসিকিউ ও লিখিত উভয় পরীক্ষায় কাজে লাগবে।


    ১১-২০ গ্রেডের সকল সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস

    বাংলা ব্যাকরণঃ

    ১। পদ (বিস্তারিত)

    ২। সমাস

    ৩। কারক-বিভক্তি

    ৪। সন্ধি বিচ্ছেদ

    ৫। বাগধারা

    ৬। এককথায় প্রকাশ

    ৮। সমার্থক শব্দ ও বিপরীত শব্দ।

    ৯। বানান শুদ্ধিকরণ

    ১০। লিঙ্গান্তর

    ১১। অনুবাদ, পারিভাষিক শব্দ।

    ১২। যতি বা ছেদ চিহ্ন

    ১৩। বাক্য

    ১৪। সংক্ষিপ্ত অনুচ্ছেদ, ভাব-সম্প্রসারণ, দরখাস্ত (লিখিত পরীক্ষার জন্য)

     

    বাংলা সাহিত্য

    ১। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যকর্ম (উপন্যাস, নাকট, কবিতা, ছোটগল্প, মহাকাব্য) কবির নাম প্রকাশকাল সহ

    ২। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক (উপন্যাস, নাকট, কবিতা, ছোটগল্প, মহাকাব্য) কবির নাম প্রকাশকালসহ।

    ৩। বিভিন্ন কবি ও লেখকের ছদ্ম নাম ও উপাধি।

    ৪। গুরুত্বপূর্ণ  বিভিন্ন লেখকের জন্ম-মৃত্যুসাল, পুরস্কারপ্রাপ্ত সাহিত্য, বিভিন্ন বিষয়ের জনক।

    ৫। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ (১১-১৫ গ্রেডের পরীক্ষায় আসে)।

    আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ব করতে পারেন তাহলে যে কোন চাকরির পরীক্ষায় বাংলা নিয়ে আপনার কোন ভয় থাকবেনা বলে আশা করা যায়।

     

    শুন্য থেকে সরকারি চাকরির প্রস্তুতি

     

    ইংরেজি

    আমরা যেহেতু বাঙালি তাই ইংরেজির নাম শুনলেই অনেকে ভয় পাই। আর চাকরির পরীক্ষার জন্য ইংরেজি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কীভাবে প্রস্তুতি নিলে আপনি চাকরির পরীক্ষায় ইংরেজিতে ভালো করবেন তা নিয়ে আলোচনা করব। নিচের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিলে ইংরেজিতে ভালো করা সম্ভব।

    1. Phrase and Idioms

    2. Sentence

    3. Transformation of sentences

    4. Right form of verb

    5. Preposition, Article

    6. Word/Sentence correction

    7. Narration

    8. Voice

    9. Synonym & Antonym

    10. Short paragraph (For Written)

    11. ইংরেজি সাহিত্য থেকে (১১-১৫ তম গ্রেডের)চাকরির পরীক্ষায় অনেক সময় দুই একটি প্রশ্ন হয়ে থাকে। উপরের বিষয়গুলো প্রস্তুতি শেষ করে ইংরেজি সাহিত্যের মৌলিক কিছু বিয়ষ পড়তে পারেন।

     

    এসব বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনারা মোঃ ফজলুল হক স্যারের “ English For Competitive Exams"  এবং জাহাঙ্গীর আলম স্যারের “ Master English” থেকে নিজে নিজে মডেল টেষ্ট দিতে পারেন। তাহলে আপনার প্রস্তুতি কেমন হলে তা নিজে নিজে বুঝতে পারনে। আর যদি কোন বিষয়ে ঘাটতি থাকে তাহলে সে বিষয়ে আরো বেশি করে পড়বেন।  সরকারি চাকরির পড়াশুনা।

     

    গণিত

    চাকরির পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গণিত। গণিতে যে যত ভালো লিখিত পরীক্ষায় টিকার সম্ভাবনা তার তত বেশি। তাই গণিতে ভালো করতে হলে নিচের সিলেবাস অনুযায়ী ভালোবাভে প্রস্তুতি নিতে হবে এবং প্রচুর প্রাকটিশ করতে হবে।

    ১। সংখ্যার ধারণা (মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ, অমূলদ)

    ২। ল.সা.গু, গ.সা.গু, গড়, বয়স নির্ণয়, অনুপাত-সমানুপাত, নল-চৌবাচ্চা, নৌকা ও স্রোত।

    ৩। শতকরা, লাভ-ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ-কষা।

    ৪। সূত্রের সাহায্যে মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ।

    ৫। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, কোণ, বৃত্ত (সংজ্ঞা, 

    আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়)


    সাধারণ জ্ঞান

    সাধারণ জ্ঞানের জন্য অনেক বেশি পড়তে হয়। তবে সাধারণ জ্ঞানের পিছনে অধিক বই পড়ে সময় অপচয়ের চেয়ে দৈনিক পত্রিকা, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন সাময়িকি ইত্যাদি পড়লে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া বর্তমান যুগ হচ্ছে সোস্যাল মিডিয়ার যুগ। সোস্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপের মাধ্যমেও সাধারণ জ্ঞানের অনেক গুরুত্ব পূর্ণ বিষয় জানা যায় এবং প্রস্তুতিও হয়ে যায়।

     বাংলাদেশ বিষয়াবলি:

    • বাংলার প্রাচীনযুগ  মধ্যযুগ পড়ুন,
    • ভাষা আন্দোলন,
    • মুক্তিযুদ্ধ,
    •  দফা,
    • মুজিবনগর সরকার,
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
    • মোঘল আমলইংরেজ আমল ভালো করে পড়ুন। সাথে অর্থনৈতিক সমীক্ষা পড়ুন।

    আন্তর্জাতিক বিষয়াবলি ও আন্তর্জাতিক সংগঠন:

    • সদর দপ্তর,
    • ভৌগোলিক অবস্থা,
    • বিশ্বের উচ্চতমদীর্ঘতমক্ষুদ্রতম এগুলো জোর দিয়ে পড়তে হবে। 

    পরিশেষে আবারো বলছি। লেখাপড়ার কোন বিকল্প নেই। আজকে আপনি রাত জেগে কষ্টকরে পড়লে একদিন আপনি এর সুফল অবশ্যই পাবেন। সৃষ্টিকর্তার উপর বিশ্বাশ রাখুন, অবশ্যই সৃষ্টিকর্তৃা কাউকে নিরাশ করেন না। ধন্যবাদ সবাইকে।


    আরো পড়ুন:

    চাকরির মৌখিক পরীক্ষার সফল হওয়ার সেরা উপায়


    কখন থেকে চাকরির প্রস্তুতি শুরু করবেন?

     

     

    একটি মন্তব্য পোস্ট করুন

    9 মন্তব্যসমূহ

    1. উত্তরগুলি
      1. আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ স্যার।

        মুছুন
    2. খুব সুন্দর ও গোছালো সাজেশন।

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. ধন্যবাদ স্যার

        মুছুন
      2. ধন্যবাদ স্যার। যেকোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি ও গাইড লাইনের জন্য আমাদের পেজটিকে ফলো করে রাখুন।

        মুছুন
    3. ধন্যবাদ স্যার সুন্দর একটা গাইডলাইন পেলাম।

      উত্তরমুছুন
    4. খুব সুন্দর হয়েছে স্যার

      উত্তরমুছুন