Recents in Beach

#

Privacy Policy

“Janbosob- জানবো সব এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রাইভেসি সঠিকভাবে সংরক্ষণের জন্য এই পলিসি আপনাদের সামনে তুলে ধরা হলো। আমাদের পলিসি পড়লে আপনারা জানতে পারবেন আমরা ব্লগের ভিজিটরদের ইনফরমেশন কিভাবে সংরক্ষণ করি  এবং তাদের মূল্যায়ন করি। তাছাড়া এর মাধ্যমে আপনারা আমাদের অন্যান্য পলিসি সম্পর্কেও জানতে পারবেন।
 

আমরা যে ধরণের তথ্য সংগ্রহ করি!

যখন কেউ আমাদের ব্লগে কমেন্ট করে, সাবস্ক্রাইব করে কিংবা নাম, ইমেইল এড্রেস অন্যান্ন মাধ্যমে যোগাযোগ করে তখন আমরা উক্ত তথ্যগুলি আমাদের ভান্ডাবে যথাযথ ভাবে সংরক্ষণ করি। 

 

সংগৃহীত তথ্য যেভাবে ব্যবহার করি!

. আপনাদের চাহিদাগুলো সম্পর্কে ধারণা নিয়ে সেই মোতাবেক কাজ করি।

. আপনাদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্লগের ডিজাইনসহ অন্যান্য বিষয়গুলি উন্নত করি।

. আপনাদের প্রদত্ত তথ্য আমাদের গ্রাহক সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে।

. আপনাদের প্রদত্ত ইমেইল এড্রেস এর মাধ্যমে নিয়মিত নিউজ লেটার পাঠাতে এবং প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করে থাকি।

 

আপনার ব্যক্তিগত তথ্য আমরা যেভাবে নিরাপদ রাখি!

আমরা আপনার ব্যক্তিগত তথ্যে প্রবেশ, জমা বা আপনার তথ্যে অ্যাক্সেস করার সময় তথ্য নিরাপত্তা বাজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করি। তাছাড়া আপনার ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট শেয়ার করা হয়না।

 

আমরা কি Cookies ব্যবহার করি?

European Union (EU) এর নিয়মানুসারে যে কোন ওয়েবসাইটে তাদের ভিজিটরদের কাঙ্খিত  ওয়েবসাইট সম্পর্কে  ধারণা দেওয়ার জন্য Cookies ব্যবহার করতে হয়। তাই আমরা আমাদের ওয়েবসাইটে তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে  Cookies ব্যবহার করি। কুকিস হল একটি ছোট টেক্সট ফাইল যা ওয়েবসাইট পরিদর্শনের সময় ওয়েবসাইটটি আপনার ব্রাইজারকে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসে সংরক্ষণ করে রাখতে বলে। নিম্নলিখিত কাজে আমরা কুকিস ব্যবহার করি।

  • ওয়েব, ডেস্কটপ অন্যান্য ওয়েব সম্পর্কিত পরিষেবার জন্য WhatsApp প্রদান করতে, আপনার অভিজ্ঞতা উন্নত করতে, আমাদের পরিষেবাগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে এবং কাস্টমাইজ করতে;
  • আমাদের কোন প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলী সবথেকে জনপ্রিয় তা বুঝতে এবং আমাদের পরিষেবা সম্পর্কিত কন্টেন্টগুলো আপনাকে দেখাতে;
  • আপনার পছন্দগুলো মনে রাখতে, যেমন আপনার ভাষা পছন্দ, এবং আপনার জন্য করা আমাদের অন্যান্য কাস্টমাইজ করা পরিষেবা; এবং
  • জনপ্রিয়তার উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইটে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী নির্ধারণ করা,ওয়েব সম্পর্কিত পরিষেবায় মোবাইল ব্যবহারকারী ডেস্কটপ ব্যবহারকারীর পার্থক্য বুঝা, অথবা আমাদের নির্দিষ্ট কিছু ওয়েব পেইজের জনপ্রিয়তা কার্যকারিতা বুঝা।

 

আমরা ভিজিটরদের কোন তথ্য কি প্রকাশ করি?

আমরা ভিজিটরদের কোন তথ্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিক্রয় বা হস্তান্তর করি না। তবে যখন কোন ব্যক্তির তথ্য বাংলাদেশের আইনানুসারে বা বিধি সম্মতভাবে আইন প্রয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট আইনত আমরা দিতে বাধ্য থাকি এবং তখনই কেবল ভিজিটরদের তথ্য শেয়ার করে থাকি।

 

আমাদের Privacy Policy পরিবর্তন

আমরা আমাদের ব্লগের প্রয়োজনে যে কোন সময় Privacy Policy পরিবর্তন করতে পারি। তবে তা সাথে সাথে আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

আমাদের Privacy Policy সম্পর্কে আপনাদের অভিযোগ বা মন্তব্য

আমরা সবসময় আমাদের পাঠকদের ভিজিটরদের মন্তব্য গুরুত্বসহকারে মূল্যায়ন করে থাকি। আমাদের Privacy Policy সম্পর্কে আপনাদের অভিযোগ বা মন্তব্য আমাদেরকে জানাতে পারবেন। আমরা আপনাদের অভিযোগ বা মন্তব্য সাদরে গ্রহণ করে আমাদের Privacy Policy  সংশোধন করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ