২২তম ফুটবল বিশ্বকাপ এর আদ্যোপান্ত
সাধারণত প্রতিবার বিশ্বকাপের আসর বসে জুন-জুলাই অথবা জানুয়ারী-ফেব্রুয়ারি মাসে। কিন্ত কাতারে গ্রীষ্মকালীন তীব্র উত্তাপের কারণে এবারের আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হয়। এটি হলো শরৎকালে অনুষ্ঠিত প্রথম আসর যা প্রায় ২৯ দিনের সময়সীমায় অনুষ্ঠিত হয়।
২২তম ফুটবল বিশ্বকাপের ব্যতিক্রমী উদ্বোধন
শারীরিক দিক
থেকে আর দশটা সুস্থসবল মানুষের মতো না হয়েও তিনি হয়ে উঠেছেন উপসাগরীয় অঞ্চলের বহু
মানুষের অনুপ্রেরণা, কাতারের তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইকন! এই মুহূর্তে তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা,
তার নিজের রয়েছে আইসক্রিমের ব্যবসা।
শারীরিক অক্ষমতা সত্ত্বেও থেমে
নেই গানিম। এ অবস্থাতেই তিনি একাধিক খেলায় অংশ নেন। স্কুলে পড়ার সময় তিনি নিজের
হাতে জুতো পরেই ফুটবল খেলতেন এবং তার 'স্বাভাবিক আকৃতির' বন্ধুদের সঙ্গেই বল নিয়ে
ছুটতেন! হাতের সাহায্যে চলাফেরা করলেও গানিম আল মুফতাহ অনেক ধরনের কাজই করতে
পারেন, এমনকি গাড়িও চালাতে পারেন তিনি! আপনারা জেনে অবাক হবেন যে, সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ
পর্বতশৃঙ্গ জেবেল শামস-এও উঠেছেন গানিম!
কাতারের রাজধানী
দোহা থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই স্টেডিয়ামে ৬০০০০ দর্শক দেখেন এই
ব্যতিক্রমি উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্বাগতিক কাতার ও ইকুয়েডর। এই ম্যাচে ইকুয়েডর
২-০ গোলে হারিয়েছে স্বাগতিক কাতারকে।
কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা
ফুটবল বিশ্বকাপের
বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি আসরে ৩২টি দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। তবে এ নিয়ম অবশ্য সব সময় এক ছিলনা। প্রথম বিশ্বকাপে
মাত্র ১৩টি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে। ১৯৩৪ থেকে ১৯৭৮সাল পর্যন্ত ৪৪ বছরে দলের
সংখ্যা বেড়ে হয় ১৬টি। ১৯৮২ বিশ্বকাপে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ২৪ টি দলে। ৩২ দল
নিয়ে সর্বপ্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে। ফিফা নিশ্চিত করেছে
যে ২০২৬ বিশ্বকাপে ১৬ দল বেড়ে দলের সংখ্যা দাঁড়াবে ৩২ থেকে ৪৮!
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণকারী দল ও অধিনায়কের নাম
২২তম বিশ্বকাপে
অংশগ্রহণকারী দলের নাম ও অধিনায়কের নাম গ্রুপ অনুযায়ী তুলে ধরা হলো:
গ্রুপ-এ:
কাতার- হাসান
আল-হেডস, ইকুয়েডর- ইনার ভালেন্সিয়া, সেনেগাল- কালিদু কুলিবালি, নেদারল্যান্ড- ভার্জিল
ফন ডাইক।
গ্রুপ-বি: ইংল্যান্ড- হ্যারি কেইন, ইরান- এহসান
হাসাফি, যুক্তরাষ্ট্র- ক্রিস্টিয়ান পুলিসিচ, ওয়েলস- গ্যারেথ বেল।
গ্রুপ-সি: আর্জেন্টিনা-লিওনেল মেসি, সৌদি আরব-
সালমান আল-ফারাজ, মেক্সিকো- আন্দ্রেস গার্দাদো, পোল্যান্ড- রবার্ট লেওয়ানডোভস্কি।
গ্রুপ-ডি: ফ্রান্স- উগো লোরিস, অস্ট্রেলিয়া-
ম্যাট রায়ান, ডেনমার্ক- সিমোন কায়ের, তিউনিশিয়া- ইউসেফ মাসাকনি।
গ্রুপ-ই: স্পেন- সার্হিও বুস্কেতস, কোস্টারিকা-
ব্রায়ান রুইস, জার্মানী- মানুয়েল নয়্যার, জাপান- মায়া ইওশিদা।
গ্রুপ-এফ: বেলজিয়াম- ইডেন অ্যজার, কানাডা- আটিবা হাচিনসন, মরক্কো- রোমেইন সাইস, ক্রোয়েশিয়া- লুকা মডরিচ।
গ্রুপ-জি: ব্রাজিল- থিয়াগো সিলভা, সর্বিয়া- ডুসান তাদিচ, সুইজারল্যান্ড- গ্রানিত জাকা, ক্যামেরুন- ভিনসেন্ট আবুবাকার।
গ্রুপ-এইচ: পর্তুগাল- ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ঘানা- আন্দ্রে আইয়ু, উরুগুয়ে- দিয়েগো গোদিন, দক্ষিণ কোরিয়া: সন-মিন হিউং।
একনজরে কাতার বিশ্বকাপ-২০২২
* আসর-
২২ তম।
* উদ্বোধন-
২০ নভেম্বর ২০২২ (আল- বাইত স্টেডিয়াম, কাতার)।
* উদ্বোধনী
ম্যাচে মুখোমুখি হয়- স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
* আয়োজক
দেশ- কাতার।
* মাস্কট-
লা’য়েব, আরবি ভাষায় যার অর্থ অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
* অফিসিয়াল
ফুটবলের নাম- উদ্বোধন থেকে কোয়ার্টার ফাইনাল পর্য়ন্ত- আল রিহলা, সেমিফাইনাল ও ফাইনাল- আল হিলম।
* আল
রিহলা অর্থ- ভ্রমণ বা যাত্রা।
* মোট
দল- ৩২ টি।
* মোট
ম্যাচ- ৬৪ টি।
* গোল
সংখ্যা- ১৭২ টি।
* ফাইনাল
ম্যাচ অনুষ্ঠিত হয়- ১৮ ডিসেম্বর ২০২২, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে।
* ফাইনাল
ম্যাচে অংশগ্রহণ করে- আর্জেন্টিনা ও ফ্রান্স।
* চ্যাম্পিয়ন-
আর্জেন্টিনা (৩য় শিরোপা জয়), প্রাইজমানি হিসেবে পাবে ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ)
মার্কিন ডলার।
* রানার্স
আপ- ফ্রান্স, প্রাইজমানি হিসেবে পাবে ৩০ মিলিয়ন (৩ কোটি ) মার্কিন ডলার।।
* তৃতীয়
স্থান- ক্রোয়েশিয়া।
* চতুর্থ
স্থান- মরক্কো।
* সর্বোচ্চ
গোল- কিলিয়ান এমবাপ্পে (গোল সংখ্যা- ০৮ টি)।
* গোল্ডেন
বুট বিজয়ী- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
* সেরা
খেলোয়াড় (গোল্ডেন বল বিজয়ী) - লিওনেল মেসি (আর্জেন্টিনা, গোল সংখ্যা- ৭টি)।
* সেরা
যুব খেলোয়াড়- এনসো ফার্নান্দেস (আর্জেন্টিনা)।
* সেরা
গোলরক্ষক (গোল্ডেন গ্লোভস বিজয়ী)- এমিলিয়ানো মার্টিনেস (আর্জেন্টিনা)।
* ফেয়ার
প্লে পুরস্কার লাভ- ইংল্যান্ড।
২২তম ফুটবল বিশ্বকাপের সফল সমাপ্তি
বিশ্বকাপ আয়োজনে বিশ্বকে চমকে দিয়েছে আয়োজক দেশ কাতার। ১৮ ডিসেম্বর কাতারের বিজয় দিবসে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইলানের মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটেছে কাতার বিশ্বকাপের। প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজক মধ্যপ্রাচ্যের দেশ কাতার যে শতভাগ সফল তা বলাই যায়। শুরুর মতোই শেষটা হয়েছে চমক দিয়ে। বিশ্বের সেরা সব স্টেডিয়াম, রাস্তাঘাট, হোটেল বানিয়ে অপেক্ষায় ছিল মূল মঞ্চে আলো জ্বালানোর। সেই আলো জ্বলে ওঠার পর নানা জাদুকরী মুহূর্ত দেখেছে ফুটবলবিশ্ব। বিশ্বের সব প্রান্তের সমর্থকদের এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপ। সেই বিন্দু শেষে সিন্ধুতে পরিণত হয়েছে। কাতার কী বিপুল পরিমাণ অর্থ ঢেলেছে এই বিশ্বকাপ সফল করতে- তা এতদিনে কারও অজানা নেই। কাতার বিশ্বকাপে একে একে মঞ্চে আগমন ও বিদায় ঘটেছে বিশ্ব ফুটবলের মহাতারকাদের। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ফ্রান্স এর মধ্যকার ঐতিহাসিক ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমোছে ২০২২ বিশ্বকাপের। যোগ্য দল হিসেবে ফাইনালে শেষবারের মতো মঞ্চ আলোকিত করতে মাঠে নামে মেসি-এমবাপ্পেরা। দুই দলের হাড্ডহাড্ডি লড়াই উপভোগ করে সারা বিশ্বের ফুটবল প্রেমিরা। খেলার ফলাফল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ও উভয় দলই আরো একটি করে গোল করে। ফলে টাইব্রেকারের মাধ্যমে ফাইনালের শিরোপা নিশ্চিত করেন লিওনেল মেসির আর্জেন্টিনা। এতে দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়লাভ করল। চোখ ধাঁধানো উদ্বোধনী আয়োজনের পর, বিশ্বকাপের সমাপ্তি আয়োজনও ছিল বেশ মনোমুগ্ধকর। তাতে আগামীতে বিশ্বকাপ আয়োজকদের জন্য দৃষ্টান্তের পাশাপাশি চ্যালেঞ্জও রেখে গেল এবারের বিশ্বকাপ।
0 মন্তব্যসমূহ