Recents in Beach

#

চাকরি থেকে অব্যাহতি পত্র (Resignation Letter) লেখার নিয়ম

  কীভাবে লিখবেন অব্যাহতি পত্র (Resignation Letter)

 

যারা সরকারি বিভিন্ন দপ্তর কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, তাদের বিভিন্ন কারণে চাকরি পরিবর্তন করার প্রয়োজন হয়।  বিশেষকরে প্রাইভেট প্রতিষ্ঠানের চাকরিজীবীরা ঘন ঘন চাকরি পরিবর্তন করেন। পুরাতন চাকরি ছেড়ে নতুন চাকরিতে যোগদান করতে হয়। চাকরী ছাড়ার ক্ষেত্রে বর্তমান প্রতিষ্ঠানে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন বা পদত্যাগ পত্র (Resignation Letter) দিতে হয়।

 

আপনাদের মধ্যে অনেকে হয়তো পদত্যাগ পত্র লেখার নিয়ম বা চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন লিখার নিয়ম জানেন না। তাই  আপনাদের সুবিধার্থে  এখানে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্রের নমুনা (বাংলা ও ইংরেজি) দেয়া হলো। আশা করি আপনাদের কাজে লাগবে।


 

চাকরি থেকে অব্যাহতি পত্র (Resignation Letter)লেখার নমুনা

 

নমুনা-১ (সরকারি দপ্তরের জন্য)

 

তারিখঃ ১৫/০১/২০২৩ খ্রি:

 

বরাবর,

তত্ত্বাবধায়ক প্রকৌশলী,

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,

রংপুর সার্কেল, রংপুর।

 

মাধ্যম : যথাযথ কর্তৃপক্ষ।

 

বিষয় : চাকুরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি পাওয়ার আবেদন।

 

জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি জাভেদ ইসলাম, মেকানিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড়-এ দীর্ঘ ৩ বছর যাবত কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আগামী ২০/০১/২০২৩ খ্রি: তারিখ হতে আপার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।  

 

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।

 

নিবেদক-

 

 

(জাভেদ ইসলাম)

মেকানিক
জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তর

দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড়।

 

 



নমুনা-২ (বে-সরকারি প্রতিষ্ঠানের জন্য)

 

তারিখঃ ১০/০১/২০২৩ খ্রি:

 

বরাবর,
ব্যবস্থাপক
প্রশাসন বিভাগ
এবিসি কোম্পানি লিঃ
গুলশান, ঢাকা।

 

বিষয়ঃ চাকুরি থেকে অব্যাহতির জন্য আবেদন।

 

জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি কামরুল ইসলাম আপনার প্রতিষ্ঠানে গত ২০-০১-২০২৩ ইং থেকে হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছি। সম্প্রতি আমি যমুনা গ্রুপে সিনিয়র হিসাবরক্ষক হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছি। আমি মনে করি, এটি আমার জন্য একটি ভাল সুযোগ। তাই, আগামী ১৫-০১-২০২৩ ইং তারিখ থেকে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি।

 

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে আমাকে উক্ত পদ থেকে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।

 


নিবেদক-

 


(কামরুল ইসলাম)

সহকারি হিসাবরক্ষক

এবিসি কোম্পানি লিঃ

গুলশান, ঢাকা।

 



 

Reignition Letter Sample 1

 

To
Head of HR

NRB Bank Limited

Corporate Head Office

89, Gulshan Avenue, Gulshan-1

Dhaka-1212.

 

Sub: Apply for Resignation Letter.

 

Dear Sir/Madam,

I am very sorry to inform you that, I am going to resign my position as “Sales Executive” at Card Division from 05 January 2023.

 

I received an offer to serve as “Senior Accountant” of ABC Co. limited. After careful consideration, I realize that this opportunity will be better for my career.

 

It has been a great pleasure working with this bank for last 2 years. Thank you, for the support & opportunities that you have provided me. I wish you the best of luck.

 

Please accept my resignation letter & allow me to have a release order as soon as possible.

 

Your Sincerely

 

Signature

(Kamrul Islam)

Employee Id-901710

Sales Executive

Card Division

NRB Bank Limited

 




আরো দেখুন


 বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ফরম ডাউনলোক করতে ক্লিক করুন


জাতীয় পে-স্কেল (১৯৭৪-২০১৫) একসাথে ডাউনলোড করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ