Recents in Beach

#

অতিগুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণজ্ঞান

 

সাম্প্রতিক সাধারণজ্ঞান GK


বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, তৃতীয়-চতুর্থ শ্রেণির বিভিন্ন চাকরির পরীক্ষায় বার বার আসা অতি গুরুত্বপূর্ন কিছু সাধারণজ্ঞান আজ আপনাদের সামনে তুলে ধরা হলো। যা ভালোভাবে আয়ত্ত করতে পারলে যে কোনো চাকরির পরীক্ষায় সাধারণজ্ঞান অংশে ভালো করতে পারবেন। চলুন তাহলে দেখে নেই-

 

    ২০২৩ সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণজ্ঞান – GK

    প্রশ্ন : গেরিলা চলচিত্রের পরিচালক কে?
    উত্তর : নাসিরউদ্দিন ইউসুফ।
    প্রশ্ন : বাংলাদেশে প্রধান আইন কর্মকর্তা কে?
    উত্তর : অ্যাটর্নি জেনারেল।
    প্রশ্ন : পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় কবে?
    উত্তর : ২৫ জুন, ২০২২
    প্রশ্ন : কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়?
    উত্তর : ভিটামিন ই
    প্রশ্ন : আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
    উত্তর : বৃটেন
    প্রশ্ন : কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?
    উত্তর : যুক্তরাষ্ট্র
    প্রশ্ন : কোন দেশ সর্বাধিক প্রতিবেশি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
    উত্তর : চীন
    প্রশ্ন : কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা বাংলা?
    উত্তর : সিয়েরালিওন
    প্রশ্ন : রূপপুর প্রকল্প কী?
    উত্তর : বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।
    প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস কবে?
    উত্তর : ৫ জুন
    প্রশ্ন : আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক কে?
    উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
    প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন?
    উত্তর : রাষ্ট্রপতি।
    প্রশ্ন : ঘাতক-দালাল নির্মুল কমিটি গঠিত হয় কবে?
    উত্তর : ১৯৯২ সালে
    প্রশ্ন : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি-
    উত্তর : সাংবিধানিক সংস্থা
    প্রশ্ন : ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
    উত্তর : ১৭৮৯ সালে
    প্রশ্ন :  ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
    উত্তর : প্যারিস
    প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
    উত্তর : পঞ্চম তফসিলে
    প্রশ্ন : ইউক্রেনের রাজধানীর নাম কি?
    উত্তর : কিয়েভ
    প্রশ্ন : মুক্তিযুদ্ধে ৭জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ কে?
    উত্তর : মোহাম্মদ মোস্তফা কামাল।
    প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
    উত্তর : ৫টি।


     মেট্রোরেল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সাধারণ জ্ঞান- GK 

    প্রশ্ন : মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে?

    উত্তর: ২৮ ডিসেম্বর ২০২২।

    প্রশ্ন: মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে?

    উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রশ্ন: মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধনে চালক কে ছিলেন?

    উত্তর: মরিয়ম আফিজা, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করে মেট্রোরেলের চাকরিতে যোগ দিয়েছেন।

    প্রশ্ন : মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থার নাম কী ?

    উত্তর : কমিউনিকেশন বেজড ট্রেন কন্ট্রোল সিস্টেম।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রকল্পের মোট খরচ কত ?

    উত্তর : ৩৩ হাজার ৪৭২ কোটি (প্রায়)।

    প্রশ্ন : মেট্রোরেলের যাত্রী পরিবহনের সক্ষমতা কত ?

    উত্তর : ঘন্টায় ৬০,০০০ এবং দৈনিক ৫,০০,০০০।

    প্রশ্ন : মোট স্টেশন কয়টি ?

    উত্তর : ১৭ টি।

    প্রশ্ন : মেট্রো রেলের সংখ্যা কত ?

    উত্তর : ৬ কোচ বিশিষ্ট ২৪ টি।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয় কবে?

    উত্তর : ২৬ জুন ২০১৬।

    প্রশ্ন : প্রথম দফায় ঢাকা মেট্রোরেল বা এমআরটি-৬ লাইনের দৈর্ঘ্য কত ছিল?

    উত্তর : ২০ দশমিক ১০ কিলোমিটার।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত?

    উত্তর : ২১ দশমিক ২৬ কিলোমিটার।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের নাম কী?

    উত্তর : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

    প্রশ্ন : ঢাকা মেট্রোরেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কী?

    উত্তর : দিল্লি মেট্রোরেল করপোরেশন।

    প্রশ্ন : সংশোধিত প্রকল্পে বর্তমান মেট্রোরেল হবে?

    উত্তর : উত্তরা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত।

    প্রশ্ন: উত্তরা থেকে কমলাপুর স্টেশনের দূরত্ব কত?

    উত্তর: ২১.২৬ কিলোমিটার।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্প প্রথমে ছিল?

    উত্তর : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

    প্রশ্ন :মেট্রোরেল প্রকল্পের নতুন করে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে কত কিলোমিটার?

    উত্তর : ১ দশমিক ১৬ কিলোমিটার।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে কোন প্রতিষ্ঠান?

    উত্তর :  জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পের প্রথম ব্যয় ধরা হয়েছিল কত টাকা?

    উত্তর : ২১ হাজার ৯৬৫ কোটি টাকা।

    প্রশ্ন : সংশোধনের পর মেট্রোরেল প্রকল্পের নতুন ব্যয় কত টাকা?

    উত্তর : ৩৩ হাজার ৪৭১ দশমিক ৯৯ কোটি টাকা।

    প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে জাইকা কত টাকা দেবে?

    উত্তর : ১৯ হাজার ৭১৮ দশমিক ৪৭ কোটি টাকা।

    প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলো আসবে কোন দেশ থেকে?

    উত্তর : জাপান।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি ট্রেনে বগির থাকবে কতটি করে?

    উত্তর : ৬টি।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা?

    উত্তর : ৫ টাকা।

    প্রশ্ন : মেট্রোরেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা?

    উত্তর : সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা।

    প্রশ্ন : প্রতিটি মেট্রোরেলের প্রতিটি ট্রেনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সক্ষমতা কত?

    উত্তর : ২ হাজার ৩০৮ জন।

    প্রশ্ন : মেট্রোরেলের সর্বোচ্চ পরিকল্পিত গতি কত?

    উত্তর : ১০০ কিমি/ঘণ্টা।

    প্রশ্ন : মেট্রোরেলের স্টেশনগুলো কত তলাবিশিষ্ট হবে?

    উত্তর : তিনতলা।

    প্রশ্ন : মেট্রোরেলের প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে?

    উত্তর : ১৮০ মিটার।


    কাতার বিশ্বকাপ/২২তম ফুটবল বিশ্বকাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সাধারণ জ্ঞান – GK

    প্রশ্ন: কাতার বিশ্বকাপ কততম আসর?

    উত্তর: ২২ তম।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপের উদ্বোধন কবে হয়?

    উত্তর: ২০ নভেম্বর ২০২২ (আল- বাইত স্টেডিয়াম, কাতার)।
    প্রশ্ন: উদ্বোধনী ম্যাচে কোন কোন দেশ মুখোমুখি হয়?

    উত্তর: স্বাগতিক কাতার ও ইকুয়েডর।

    প্রশ্ন: উদ্বোধনী ম্যাচে জয়লাভ করে কোন দেশ?

    উত্তর: ইকুয়েডর।
    প্রশ্ন: ২২ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

    উত্তর- কাতার।
    প্রশ্ন : কাতার বিশ্বকাপের মাস্কট কী?

    উত্তর- লা’য়েব, আরবি ভাষায় যার অর্থ অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
    প্রশ্ন: অফিসিয়াল ফুটবলের নাম কী?

    উত্তর: উদ্বোধন থেকে কোয়ার্টার ফাইনাল পর্য়ন্ত- আল রিহলা, সেমিফাইনাল ও ফাইনাল- আল হিলম।
    প্রশ্ন: আল রিহলা অর্থ কী?

    উত্তর: ভ্রমণ বা যাত্রা।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপে মোট দল অংশগ্রহণ করে?

    উত্তর- ৩২ টি।
    প্রশ্ন: মোট ম্যাচ কয়টি?

    উত্তর- ৬৪ টি।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপে মোট গোল সংখ্যা কত?

    উত্তর: ১৭২ টি।
    প্রশ্ন: কতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কবে?

    উত্তর: ১৮ ডিসেম্বর ২০২২, কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে।
    প্রশ্ন: ফাইনাল ম্যাচে কোন কোন দল অংশগ্রহণ করে?

    উত্তর: আর্জেন্টিনা ও ফ্রান্স।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

    উত্তর: আর্জেন্টিনা (৩য় শিরোপা জয়), প্রাইজমানি হিসেবে পাবে ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ) মার্কিন ডলার।
    প্রশ্ন: রানার্স আপ হয় কোন দল?

    উত্তর : ফ্রান্স, প্রাইজমানি হিসেবে পাবে ৩০ মিলিয়ন (৩ কোটি ) মার্কিন ডলার।।
    প্রশ্ন: তৃতীয় স্থান লাভ করে কোন দেশ?

    উত্তর: ক্রোয়েশিয়া।
    প্রশ্ন: চতুর্থ স্থানলাভ করে কোন দেশ?

    উত্তর: মরক্কো।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেন কে?

    উত্তর: কিলিয়ান এমবাপ্পে (গোল সংখ্যা- ০৮ টি)।
    প্রশ্ন: ২২তম ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট বিজয়ী কে?

    কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।
    * কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল বিজয়ী) কে?

    উত্তর: লিওনেল মেসি (আর্জেন্টিনা, গোল সংখ্যা- ৭টি)।
    প্রশ্ন: সেরা যুব খেলোয়াড় কে?

    উত্তর- এনসো ফার্নান্দেস (আর্জেন্টিনা)।
    প্রশ্ন: কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক (গোল্ডেন গ্লোভস বিজয়ী) কে?

    উত্তর : এমিলিয়ানো মার্টিনেস (আর্জেন্টিনা)।
    প্রশ্ন: ফেয়ার প্লে পুরস্কার লাভ কোন দেশ:

    উত্তর: ইংল্যান্ড।

    প্রশ্ন: V.A.R কী

    উত্তর: Video Assistant Referee

     

    অষ্টম টি-২০ বিশ্বকাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান – GK

    প্রশ্ন: অষ্টম টি-২০ বিশ্বকাপের সময়সীমা?

    উত্তর: ১৬ অক্টোবর ২০২২ থেকে ১৩ নভেম্বর ২০২২।

    প্রশ্ন: টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?

    উত্তর: ইংল্যান্ড।

    প্রশ্ন: অষ্টম টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দল কয়টি?

    উত্তর: ১৬ টি।

    প্রশ্ন: ফাইনাল ম্যাচে কোন কোন দেশ মুখোমুখি হয়?

    উত্তর: পাকিস্তান ও ইংল্যান্ড।

    প্রশ্ন: ফাইন ম্যাচ কোন মাঠে হয়?

    উত্তর: মেলবোর্ন, অস্ট্রেলিয়া।

    প্রশ্ন: চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

    উত্তর: ইংল্যান্ড (২য় বারের মত চ্যাম্পিয়ান)।

    প্রশ্ন: রানার্স আপ হয় কোন দল?

    উত্তর : পাকিস্তান।

    প্রশ্ন: প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয় কে?

    উত্তর: স্যাম কারান (ইংল্যান্ড)।

    প্রশ্ন : নবম টি-২০ বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?

    উত্তর: ২০২৪ সালে। আয়োজন দেশ : মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।


    আরো পড়ুন

    ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন-সমাধান (স্কুল পর্যায়)


    ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন-সমাধান (কলেজ পর্যায়)


    শুন্য থেকে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করার উপায়



    বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার ফলাফল, প্রশ্ন-সমাধাণ পেতে আমাদের ফেসবুক পেজটি “সরকারি চাকরির বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি” ফলো করে রাখুন। তাছাড়া চাকরির প্রস্তুতি নিতে ও গ্রুপ স্টাডি করতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ সবাইকে।

     

     

    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ