Recents in Beach

#

কর্মসংস্থান ব্যাংক “ডাটা এন্ট্রি অপারেটর” পদের প্রশ্ন সমাধান-২০২৩

 কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়োগের জন্য “ডাটা এন্ট্রি অপারেটর” পদের নিয়োগ পরীক্ষা আজ ১৮ আগস্ট ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। এই ডাটা এন্ট্রি অপারেটর এর এই পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই আমরা এখানে প্রকাশ করেছি নিয়োগ পরীক্ষার পূর্ণাজ্ঞ প্রশ্নের সমাধান।

সাধারণত প্রত্যেক পরীক্ষার্থীই পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষা কেমন হলো তা জানার জন্য সামাধান খুঁজে থাকেন। আবার অনেক পরীক্ষার্থী ব্যাংকে বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নের ধরণ জানতে বিগত সালের প্রশ্ন সমাধান খুঁজে থাকেন। আপনাদের সুবিধার জন্য আজকে আমরা তুলে ধরলাম কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ পরীক্ষার নির্ভূল প্রশ্ন-সমাধান।

 

কর্মসংস্থান ব্যাংক

পদের নাম: “ডাটা এন্ট্রি অপারেটর”

পরীক্ষার তারিখ: ১৮/০৮/২০২৩

সময়: ৩০ মিনিট, পূর্ণমান: ৪৫


কর্মসংস্থান ব্যাংক “ডাটা এন্ট্রি অপারেটর” পদের প্রশ্ন সমাধান PDF

১. 'কবর' নাটক কে লিখেছেন? 

ক. মুনীর চৌধুরী

খ. শহীদুল্লা কায়সার

গ. শওকত ওসমান

ঘ. আবু ইসহাক

উ: ক. মুনীর চৌধুরী

২. মৃতজনে দেহ প্রাণ' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ২য়া

খ. কর্মে ৭মী

গ. সম্প্রদানে ৪র্থী

ঘ. সম্প্রদানে ৭মী

উ: ঘ. সম্প্রদানে ৭মী

৩. যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে এক কথায় কি বলে?

ক. অকুতোভয়

খ. নিৰ্ভয়

গ. নির্ভিক

ঘ. ভয়শূন্য

উ: ক. অকুতোভয়

৪. কোন বানানটি শুদ্ধ?

ক. গীতাঞ্জলি

খ. গীতাঞ্জলী

গ. গিতাঞ্জলি

ঘ. গিতাঞ্জলী

উ: ক. গীতাঞ্জলি

৫. 'Agronomy' পারিভাষিক শব্দের অর্থ কী?

ক. কৃষক

খ. কৃষি কাজ

গ. কৃষিবিদ্যা

ঘ. কর্ষণকৃত জমি

উ:  গ. কৃষিবিদ্যা

৬. ‘অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?

ক. জননী

খ. অশনিসংকেত

গ. পথের পাঁচালী

ঘ. আরণ্যক

উ:  গ. পথের পাঁচালী

৭. ‘এ  কী অপরূপ রূপে মা তোমায় / হেরিনু পল্লী জননী চরণটি কোন কবির?

ক. আব্দুল হাকিম

খ. কাজী নজরুল ইসলাম

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. ডি. এল. রায়

উ: খ. কাজী নজরুল ইসলাম

৮. 'তিমির' শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক. সমুদয়

খ. অপচয়

গ. অন্ধকার

ঘ. আলোক

উ: ঘ. আলোক

৯. বাগধারাগুলোর মধ্যে কোনটির অর্থ ভিন্ন?

ক. অহিনকুল সম্বন্ধ

খ. আদায় কাচকলায়

গ. তাসের ঘর

ঘ. সাপে নেউলে

উ: গ. তাসের ঘর

১০. 'ধান ভানতে শিবের গীত' এ প্রবাদটি দিয়ে কী বুঝায় ? 

ক. একের জন্য অপরের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া

খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা

গ. ক্ষুদে ব্যক্তির বড়াই

ঘ. কাজ আরম্ভ করার সাথে সাথে ফলের প্রত্যাশা 

উ: খ. প্রসঙ্গ ছেড়ে অপ্রাসঙ্গিক কথা বলা

11. I hope to meet you ... in January.

ক. sometimes

খ. sometime

গ. some what

ঘ. something

উ: খ. sometime

12. Which of the following is incorrect?

ক. We have not go enough milk.

খ. I did not study enough hard

গ. Is your coffee hot enough.

ঘ. She did not have enough interest.

উ:  ক. We have not go enough milk.

13.An adverb does not modify-

ক. Adverbs

খ. Adjectives

গ. Verbs

ঘ. Nouns

উ: ঘ. Nouns

১৪. A degree in economics... his door to many jobs.

ক. key to 

খ. basis of 

গ. has 

ঘ. opens 

উ: ঘ. opens 

১৫.After a long recession the economics situations is looking-

ক. out

খ. over

গ. through

ঘ. up

উ:  ঘ. up

16. Well done! ... the good work.

ক. kept at

খ. keep on

গ. keep up

ঘ. keep out

উ: খ. keep on

17.It was ... expensive than I thought.

ক. much

খ. more 

গ. the easiest

ঘ. much more

উ: খ. more 

১৮. Let us play ... chess.

ক. no article

খ. a

গ. an

ঘ. the

উ: ক. no article

19. This book ... to my uncle.

ক. belonging

খ. belongs

গ. was belonging

ঘ. is belonging

উ: খ. belongs

20.Acid test means-

ক. sour test

খ. dangerous test

গ. real test

ঘ. poisonous test 

উ: গ. real test

২১. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

ক. 5/6

খ. 12/15

গ. 11/14

ঘ. 17/21

উ: গ. 11/14

২২. ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

ক. ১১টি

খ. ৯টি

গ. ৮টি

ঘ. ১০টি

উ: ঘ. ১০টি

২৩. 2x + x - 15 এর উৎপাদক কোনটি?

ক. (x + 3) (2x - 5)

খ. (x - 3) (2x - 5)

গ. (x - 3 ) (2x + 5)

ঘ. (x + 3) (2x + 5) 

উ: গ. (x - 3 ) (2x + 5)

২৪.কতজন ছাত্রকে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে?

ক. ৫ জন

খ. ১০ জন

গ. ১৫ জন

ঘ. ২৫ জন

উ: ক. ৫ জন

২৫. শতকরা বার্ষিক ৭ টাকা হারে সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?

ক. ২৮৫

গ. ২৯০

খ. ২৩৭

ঘ. ২৭৩

উ:  ঘ. ২৭৩

২৬. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

ক. ৯ বছর

খ. ১৪ বছর

গ. ১৫ বছর

ঘ. ১৮ বছর

উ:  ঘ. ১৮ বছর

২৭. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?

ক. ১২ গ্রাম

খ. ৪ গ্রাম

গ. ৩ গ্রাম

ঘ. ৬ গ্রাম

উ:  খ. ৪ গ্রাম

২৮. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১ হবে?

ক. ৭১

খ. ৪১

গ. ৩১

ঘ. ৩৯

উ:  গ. ৩১

২৯. p + q = 5 এবং p q = 3 হলে p2 + q এর মান কত?

ক. ৮

খ. ১৭

গ. ১৯

ঘ. ৩৪

উ: খ. ১৭

৩০.একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক. ১৬২ টাকা

খ. ১৯৮ টাকা

গ. ২০০ টাকা

ঘ. ২১০ টাকা

উ: গ. ২০০ টাকা

৩১.২৩তম বিশ্বকাপ ফুটবল, ২০২৬ কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?

ক. দক্ষিণ আমেরিকা

খ. উত্তর আমেরিকা

গ. ওশেনিয়া

ঘ. আফ্রিকা

উ:  খ. উত্তর আমেরিকা

৩২. জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন কোনটি?

ক. UNEP

খ. UNDP

গ. UNHCR

ঘ. WHO

উ:  ক. UNEP

৩৩. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

ক. যমুনা

খ. হাড়িয়াভাঙ্গা

গ. নাফ

ঘ. হালদা

উ:  খ. হাড়িয়াভাঙ্গা

৩৪. বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি?

ক. একুশে পদক

খ. স্বাধীনতা পদক

গ. বাংলা একাডেমি পদক

ঘ. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার

উ: খ. স্বাধীনতা পদক

৩৫.বাংলাদেশে বর্তমানে প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর?

ক. ৭২.৩ বছর 

খ. ৭৩.৩ বছর

গ. ৭৪.২ বছর

ঘ. ৭৪.৭ বছর

উ: ক. ৭২.৩ বছর 

৩৬.গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?

ক. কানাডা

খ. যুক্তরাষ্ট্র

গ. রাশিয়া

ঘ. ভারত

উ: গ. রাশিয়া

৩৭. জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা?

ক. BBS

খ. ICDDRB

গ. IEDCR

ঘ. EC

উ: ক. BBS

৩৮. Pandemic অর্থ কী?

ক. মহামারি

খ. মারামারি

গ. অতিমারি

ঘ. কোনোটিই নয়

উ: গ. অতিমারি

৩৯.  রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?

ক. ভূ-আলোড়নের সংখ্যা 

খ. কম্পন সংখ্যা

গ. ভূ-কম্পন শক্তি

ঘ. ক্ষয়-ক্ষতির মাত্রা

উ: গ. ভূ-কম্পন শক্তি

৪০. বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?

ক. এ এন সাহা

খ. কামরুল হাসান

গ. রফিকুন্নবি

ঘ. জয়নুল আবেদিন

উ: খ. কামরুল হাসান

41. Bluetooth কিসের উদাহরণ?

ক. Personal Area Network

খ. Local Area Network

গ. Virtual Private Network

ঘ. কোনোটিই নয়

উ: ক. Personal Area Network

42. The process of copying files to a CD-ROM is known as-

ক. Burning

খ. Zipping

খ. Digitizing

ঘ. Ripping

উ: ক. Burning

৪৩.এক গিগাবাইট সমান-

ক. ১০২৪ বাইট

খ. ১০২৪ কিলোবাইট

গ. ১০২৪ মেগাবাইট

ঘ. ১০২৪ টেরাবাইট

উ: গ. ১০২৪ মেগাবাইট

44. CD, DVD বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?

ক. Set up

খ. Auto run

গ. Read me

ঘ. Restart

উ: খ. Auto run

৪৫. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

ক. Microsoft Word

খ. Microsoft Power Point

গ. Microsoft Excel

ঘ. Microsoft Access

উ: খ. Microsoft Power Point


কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদের ফলাফল

আরো পড়ুন

এলজিইডি (LGED) অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ২০২৩

যুবউন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার পরীক্ষার প্রশ্ন ও সমাধান



আজকের এই পোস্টে আমরা কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তুলে ধরেছি।  আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান তুলে ধরে থাকি এরই ধারাবাহিকতায় আজকের  এই প্রশ্ন-সমাধান নিয়ে আলোচনা করেছি। 

এছাড়াও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি। আপডেট নতুন চাকরির খবর, বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রশ্ন-সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। আরএকটি কথা আমরা শতভাব নিশ্চিত হয়েই সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। আমাদের ওয়েবসাইট থেকে কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ