Recents in Beach

#

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ করার নিয়ম ২০২৩

এইচ.এস.সি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে

HSC Result Re-scrutiny Application process 2023



আপনারা অনেকে হয়তো এইচএসসি ফলাফল ২০২৩ পাওয়ার পর কোন বিভ্রান্তিতে আছেন। কারণ পরীক্ষা অনেক ভালো হলেও আপনার ফলাফল কাঙ্খিত না হওয়ায় আপনি পুনরায় এইচএসসি খাতা চ্যালেঞ্জ করে যাচাই এর জন্য আবেদন করতে পারেন বা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। এই পোস্টের মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ অ্যাপ্লিকেশন করবেন এবং পুন: নিরীক্ষণের জন্য ফি কত ইত্যাদি সকল তথ্য। নিম্নে এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ধাপে ধাপে দেখানো হলো।


এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ২০২৩


  1. পুনঃনিরীক্ষণ আবেদন শুধুমাত্র টেলিটকের প্রিপেইড সিমের মাধ্যমে করা যাবে।
  2. আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন RSC <স্পেস> শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর  <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এটি ১৬২২২ তে পাঠিয়ে দিন। উদাহরণ : RSC DIN 123456 101 
  3. একই সাথে কয়েকটি বিষয় আবেদন করতে বিষয় কোডগুলোর মাঝে কমা (,) ব্যবহার করুন।উদাহরণ : RSC DIN 123456 101,107,275
  4. এরপর আপনার পুন: নিরীক্ষণের জন্য কত টাকা ফি লাগবে এবং  একটি PIN নাম্বার সহ একটি এসএমএস পাবেন। 
  5. এরপর আবার পুনরায় আপনার মোবাইলের মেসেজ অপশনে যান এবং টাইপ করুন RSC <স্পেস>YES <স্পেস> পিন নম্বর <স্পেস> মোবাইল নম্বর এবং ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। 
আবেদন ফিঃ প্রতিটি বিষয়ের জন্য ৩০০ টাকা আবেদন ফি কেটে নেয়া হবে।
 
আবেদন শুরুঃ ০৯/০২/২০২৩
আবেদন শেষঃ ১৫/০২/২০২৩


শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষরঃ 


1. DHA – Dhaka Board
2. BAR – Barisal Board
3. SYL – Sylhet Board
4. COM – Comilla Board
5. CHI – Chittagong Board
6. RAJ – Rajshahi Board
7. JES – Jessore   Board
8. DIN – Dinajpur Board
9. MAD – Madrasah Board
10. TEC- Technical Boar
d


মার্কসীট সহ সকল বোর্ডের ফলাফল দেখতে ক্লিক করুন

 

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য পেতেক্লিক করুন


মার্কসীটসহ ফলাফল দেখতে,পুন:নিরীক্ষণের আবেদন করতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য জানতে আমাদের কমেন্টের মাধ্যমে জানান। অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ