Recents in Beach

#

বিআরডিবি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রশ্ন-সমাধান ২০২৩ (পিডিএফ)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্পতা পদে ১৬১ জন নিয়োগের লক্ষে লিখিত পরীক্ষা (এমসিকিউ) ১১/০৩/২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়। এতে মোট  ৩৩০৩ জন প্রাথী অংশ গ্রহন করে। আপনারা যাহারা এই নিয়োগ পরীক্ষা অংশ গ্রহন করেছেন এবং যারা বিআরডিবি’র বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিগত সালের প্রশ্ন ও সমাধাণ খুজছেন তাদের জন্য আজকের এই পোষ্ট।


সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রশ্ন উত্তর (PDF)

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)

পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা

পরীক্ষার তারিখ: 11.03.2023

সময়: ৬০ মিনিট, পূর্ণমান: ৮০


১. 'জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশেএটি কার উক্তি? 

ক. সুফিয়া কামাল

খ. কায়কোবাদ

গ. জসীমউদ্দীন

ঘ. জীবনানন্দ দাশ

উ: ক. সুফিয়া কামাল

২. কবি কায়কোবাদের প্রকৃত নাম কী ছিল?

ক. আব্দুল কাদির

খ. আব্দুল কবির

গ. কাজেম আল কুরায়শী 

ঘ. মোজাম্মেল হক

উ: গ. কাজেম আল কুরায়শী 

৩. শুদ্ধ বানান কোনটি?

ক. আভ্যন্তরীন

খ. অভ্যন্তরীণ

গ. অভ্যন্তরীন

ঘ. আভ্যন্তরীণ

উ: খ. অভ্যন্তরীণ

৪. 'প্রিয় স্বাধীনতা' কবিতার কবি কে?

ক. কাজী নজরুল ইসলাম 

খ. রবীন্দ্রনাথ ঠাকুর 

গ. বেগম সুফিয়া কামাল 

ঘ. শামসুর রাহমান

উ: ঘ. শামসুর রাহমান

৫. 'জননী' উপন্যাসের লেখক কে?

ক. আবুল ফজল

খ. শওকত ওসমান

গ. জহির রায়হান

ঘ. আবুল মনসুর

উ: খ. শওকত ওসমান

৬. নিচের কোনটি সুফিয়া কামালের শিশুতোষ গ্রন্থ?

ক. সাঁঝের মায়া

খ. মন ও জীবন

গ. ইতলতিল

ঘ. মৃত্তিকার মায়া

উ: গ. ইতলতিল

৭. 'যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না' তাকে এক কথায় কী বলে?

ক. পরগাছা

খ. আগাছা

গ. বর্ণচোরা

ঘ. বনস্পতি

উ: ঘ. বনস্পতি

৮. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?

ক. অনুচিকির্ষা

খ. অনুসন্ধিৎসা

গ. প্রতিচিকির্ষা

ঘ. অনুচ্চার্য

উ: খ. অনুসন্ধিৎসা

৯. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেয়া হয়েছে? 

ক. পাগলে কি না বলে

খ. বনে বাঘ থাকে

গ. ফুলে ফুলে বাগান ভারা

ঘ. অন্ধজনে দেহ আলো 

উ: ক. পাগলে কি না বলে

১০. 'নীল আকাশের নীচে আমি রাস্তা চলেছি একা রাস্তা শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

ক. কর্মে শূন্য

খ. করণে শূন্য

গ. অপাদানে শূন্য

ঘ. সম্প্রদানে শূন্য

উ: খ. করণে শূন্য

১১. মৌলিক শব্দ কোনটি?

ক. দেশান্তর

খ. গায়ে হলুদ

গ. নাক

ঘ. অগ্নিবীণা

উ: গ. নাক

১২. অর্ধ-তৎসম শব্দ নয় কোনটি?

ক. বদ্যি

খ. তেষ্টা

গ. মিষ্টি

উ: গ. মিষ্টি

ঘ. চাঁদ

উ: ঘ. চাঁদ

১৩. 'মুখচ্ছবি' সন্ধি কোন নিয়মে পড়ে?

ক. স্বরধনি+ব্যঞ্জনধ্বনি 

খ. ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি 

ঘ. ব্যঞ্জনধ্বনি+বিসর্গধ্বনি 

উ: ক. স্বরধনি+ব্যঞ্জনধ্বনি 

১৪. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কী?

ক. কারক

গ. যতি

খ. বিভক্তি

ঘ. প্রকৃতি

উ: ঘ. প্রকৃতি

১৫. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?

ক. সান্ধ্য প্রকৃতি

খ. ক্রিয়া প্রকৃতি

গ. নাম প্রকৃতি

ঘ. নৈশ প্ৰকৃতি

উ: গ. নাম প্রকৃতি

১৬. ‘হাতেখড়ি সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. হাতের খড়ি

খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে

গ. খড়ির হাত

ঘ. হাতে খড়ি

উ: খ. হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে

১৭. বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়-

ক. মহাভারতে

খ. চর্যাপদে

গ. বৈষ্ণব পদাবলীতে

ঘ. মঙ্গলকাব্যে

উ: খ. চর্যাপদে

১৮. বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?

ক. ব্ৰাহ্মী

খ. মণিপুরি

গ. বাংলা

ঘ. কুটিল

উ: গ. বাংলা

১৯. 'একগুঁয়ে' কোন সমাস?

ক. ব্যতিহার বহুব্রীহি

খ. ব্যাধিকরণ বহুব্রীহি

গ. সমানাধিকরণ বহুব্রীহি 

ঘ. অলুক বহুব্রীহি

উ: গ. সমানাধিকরণ বহুব্রীহি 

২০. আবু ইসহাকের 'সূর্য দীঘল বাড়ি' কোন কবি অনুবাদ করেন?

ক. দুশান জাজবিভেল

খ. ইমরে কারতেজ

গ. এলেন গিন্সবার্গ 

ঘ. ইমানুয়েল জাসরিন 

উ: ক. দুশান জাজবিভেল

২১. কোনটি Verbal noun এর উদাহরণ? 

ক. Writing a good letter is difficult.

খ. Good letter writing is difficult.

গ. The writing of a good letter is difficult. 

ঘ. It is very difficult to write a good letter. 

উ:  গ. The writing of a good letter is difficult. 

২২. Ice ... on water.

ক. Flot

খ. Floats

গ. Flotting

ঘ. Flotten

উ. খ. Floats

২৩. The dog ... if you pull its tail.

ক. bark

খ. barking

গ. barks

ঘ. will bark

উ: ঘ. will bark

24. Who ... this is a fool.

ক. did

খ. has done

গ. done

ঘ. doing

উ: খ. has done

২৬. Hardly had he come....it startedraining. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. than

খ. when

গ. these

ঘ. after that

উ: খ. when

27. Wordsworth was inspired by-

ক. The French Revolution 

খ. The American Revolution

গ. The Russian Revolution

ঘ. The Industrial Revolution

উ: ক. The French Revolution 

২৮. Pluck me flower বাক্যটির passive voice কোনটি?

ক. Let a flower be plucked me. 

খ. Let a flower be plucked for me. 

গ. Let a flower plucked for me.

ঘ. Let a flower plucked by me.

উ: খ. Let a flower be plucked for me. 

২৯. The Adjective of 'Hardness' is-

ক. Hardly

খ. Hardy

গ. Harder

ঘ. Hard

উ: ঘ. Hard

৩০. 'Everything hinges... what happens next".

ক. by

খ. upon

গ. for

ঘ. with

উ: খ. upon

BRDB নিয়োগ পরীক্ষার প্রশ্ন-সমাধান ডাউনলোড 2023

৩১. ‘Black sheep' এর অর্থ-

ক. A sheep of black colour. 

খ. Big sheep

গ. Wicked man

ঘ. Costly sheep

উ: গ. Wicked man

৩২. কোন বানানটি শুদ্ধ?

ক. Boquete

খ. Bouquet

গ. Boquet

ঘ. Bouqutte

উ: খ. Bouquet

৩৩. ‘Brittle' এর সমার্থক শব্দ কোনটি?

ক. Fragile

খ. Soft

গ. Strong

ঘ. Hard

উ: ক. Fragile

৩৪. The correct translation of সে কঠোর পরিশ্রম করে, তাই না?

ক. He works hard, isn't it?

খ. He works hard, isn't he?

গ. He works hard, doesn't he?

ঘ. He works hard, doesn't it?

উ: গ. He works hard, doesn't he?

৩৫. The antonym of 'Perilous' is-

ক. Garrulous

খ. Rebellious

গ. Tiny

ঘ. Safe

উ: ঘ. Safe

৩৬. 'Does he speak English well?” বাক্যটির সঠিক passive form-

ক. Is English spoke well by him?

খ. Is English spoken well to him?

গ. Is English spoken well by him?

ঘ. Was English spoken well by him?

উ: গ. Is English spoken well by him?

৩৭. The Idiom 'Dead Letter'

ক. Bad letter

খ. Old letter

গ. Law not in force

ঘ. Letter written by unknown person s

উ: গ. Law not in force

৩৮. ‘To break the ice' phrase-টির অর্থ কী?

ক. To start a conversation

খ. To end the hostility

গ. To end up partnership

ঘ. To start quarreling

উ: ক. To start a conversation

৩৯. ‘Candor' এর সমার্থক শব্দ কি?

ক. Diplomacy

খ. Admire

গ. Frankness

ঘ. Selfish

উ: গ. Frankness

80. Early rising is conducive ... health বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. to

খ. for

গ. in

ঘ. of

উ: ক. to

৪১. x^ + y^ = a^ হলে বৃত্তের পরিসীমা কত?

ক. 3a^/4

খ. 2πa

গ. 2π

ঘ. 6.

উ: খ. 2πa

৪২. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. ও প্রস্থ ১০ সে.মি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।

ক. ৭.১ সে.মি.

খ. ৭.২ সে.মি.

গ. ৭.৩ সে.মি.

ঘ. ৭ সে.মি.

উ: খ. ৭.২ সে.মি.

৪৩. cote0 1 cos^ 0 = কত?

ক. sine0

খ. cose0

গ. tane0

ঘ. cote0

উ: খ. cose0

৪৪. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

ক. ৪৫%

খ. ৪৮.৫%

গ. ৫২.৭৫%

ঘ. 56.25%

উ: ঘ. 56.25%

৪৫. বৃত্তের ব্যাসার্ধ ৫০% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?

ক. ২৫%

খ. ৫০%

গ. ৭৫%

ঘ. 12.5%

উ: গ. ৭৫%

৪৬. ৩, ৯, ২৭,.............ধারার পরের সংখ্যাটি কত?

ক. ৩৬

খ. ৪৬

গ. ৬৩

ঘ. ৮১

উ: ঘ. ৮১

৪৭. (8^3x2)* = কত?

৪৮. সমকোণী ত্রিভুজের অতিভূজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কী কোণ?

ক. সমকোণ

খ. সূক্ষ্মকোণ

গ. স্কুলকোণ

ঘ. সরলকোণ

উ: খ. সূক্ষ্মকোণ

৪৯. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩। ত্রিভুজটি হবে-

ক. সমকোণী

খ. স্থূলকোণী

গ. সমবাহু

ঘ. সূক্ষ্মকোণী

উ:  ক. সমকোণী

৫০. বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত?

ক. 20 π

খ. 10 π

গ. 40π

ঘ. 100 π

উ: ক. 20 π

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড ২০২৩

৫১. দুইটি সংখ্যার সমষ্টি ৪৭ এবং তাদের অন্তর ৭ হলে সংখ্যা দুইটি কত?

ক. ৩৩ ও ২১

খ. ২০ ও ১৩

গ. ২৭ ও ৩৪

ঘ. ২৭ ও ২০

উ: ঘ. ২৭ ও ২০

৫২. ৪৮^5 নূন্যতম কত দ্বারা গুণ করলে, গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

ক. ৩

খ. ২

গ. ৬

ঘ. ৮

উ: ক. ৩

৫৩. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ পাস করলে শতকরা কতজন পাস করল?

ক. ৮০%

খ. 90%

গ. ৬৫%

ঘ. ৬০%

উ: ঘ. ৬০%

৫৪. 2x - 2/x = 3 হলে, 8(x^3 - 1/x^3 ) এর মান কত?

ক. 60

খ. 64

গ. 63

ঘ. 69

উ: গ. 63

55. x^2 + y^2 = 185, x - y = 3 হলে x ও y এর মান কত?

ক. ( 7, 4 )

খ. (9,6)

গ. (10, 7)

ঘ. ( 11, 8 )

উ: ঘ. ( 11, 8 )

৫৬. কোন শহরের লোকসংখ্যা ৫% হারে বৃদ্ধি পায়, বর্তমান লোকসংখ্যা ১,৮৫,২২০ হলে ৩ বছর পূর্বে লোকসংখ্যা কত ছিল?

ক. ১,৮১,৫০০

খ. ১,৮৩,৪৩৩

গ. ৩,০০,০০০

ঘ. ১,২,৭৭৮৩

উ: গ. ৩,০০,০০০

৫৭. দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুইটির ল.সা.গু ৯৬ হলে, গ.সা.গু কত?

ক. ১৬

খ. ২৪

গ. ৩২

উ: ক. ১৬

৫৮. log3(1/9) = কত?

ক. 2

খ. -2

গ. 3

ঘ. -3

উ: খ. -2

৫৯. একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১৬ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

ক. ১০%

খ. ৬.২৫%

গ. ৮%

ঘ. ১৬%

উ: খ. ৬.২৫%

৬০. কোন সংখ্যা থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল ঐ সংখ্যার বিপরীত বা উল্টো সংখ্যার ২১ গুণ হয়। ধনাত্মক সংখ্যাটি কত?

ক. ৩

খ. ৫

গ. ৭

ঘ. ৯

উ: গ. ৭

৬১. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?

ক. আইনমন্ত্রী

খ. আইন সচিব

গ. প্রধান বিচারপতি 

ঘ. অ্যাটর্নি জেনারেল

উ: ঘ. অ্যাটর্নি জেনারেল

৬২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়?

ক. কুষ্টিয়া

খ. যশোর ও সিলেট

গ. রংপুর ও দিনাজপুর 

ঘ. ময়মনসিংহ

উ: খ. যশোর ও সিলেট

৬৩. গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে?

ক. জহির রায়হান

খ. আমজাদ হোসেন

গ. নাসিরউদ্দিন ইউসুফ 

ঘ. মোরশেদুল ইসলাম 

উ: গ. নাসিরউদ্দিন ইউসুফ 

৬৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে 'মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?

ক. আলমগীর কবির

খ. খান আতাউর রহমান

গ. হুমায়ুন আহমেদ

ঘ. সুভাস দত্ত

উ: ক. আলমগীর কবির

৬৫. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

ক. ৬ নম্বর

খ. ৭ নম্বর

গ. ৮ নম্বর

ঘ. ৯ নম্বর

উ: গ. ৮ নম্বর

৬৬. দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হয়-

ক. ৫ মে, ২০১৮

খ. ৭ মে, ২০১৮

গ. ৯ মে, ২০১৮

ঘ. ১১ মে, ২০১৮

উ: ঘ. ১১ মে, ২০১৮

৬৭. পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয়-

ক. ২৩ জুন, 2022

খ. ২৫ জুন, 2022

গ. ২৭ জুন, 2022

ঘ. ২৮ জুন, 2022

উ: খ. ২৫ জুন, 2022

৬৮. অপরাজেয় বাংলার স্থপতি কে?

ক. সৈয়দ আব্দুল্লাহ খালেদ 

খ. মঈনুল হোসেন 

গ. শামীম সিকদার 

ঘ. নিতুন কুন্ডু

উ: ক. সৈয়দ আব্দুল্লাহ খালেদ 

৬৯. কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়?

ক. ভিটামিন-ই

খ. ভিটামিন-কে

গ. ভিটামিন-বি

ঘ. ভিটামিন-সি

উ: ক. ভিটামিন-ই

৭০. ইন্টারনেট চালু হয় কত সালে?

ক. ১৯৭৯

খ. ১৯৮২

গ. ১৯৮৪

ঘ. ১৯৮৯ 

(সঠিক উত্তর: ১৯৬৯)

Bangladesh Rural Development Board recruitment exam

৭১. ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান-

ক. এইচ. জি. খোরানা

খ. আব্দুস সালাম

গ. সিভি রমন

ঘ. চন্দ্র শেখর

উ: গ. সিভি রমন

৭২. ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা?

ক. পাকিস্তান ও আফগানিস্তান

খ. বাংলাদেশ ও ভারত

গ. ভারত ও চীন

ঘ. জার্মানি ও ফ্রান্স

উ: গ. ভারত ও চীন

৭৩. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?

ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর

খ. ভূমধ্যসাগর ও আরব সাগর 

গ. লোহিত সাগর ও আরব সাগর

ঘ. ভূমধ্যসাগর ও ক্যাস্পিয়ান সাগর

উ: ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর

৭৪. আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে-

ক. বৃটেন

খ. ফ্রান্স

গ. অস্ট্রেলিয়া

ঘ. কানাডা

উ: ক. বৃটেন

৭৫. মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি?

ক. হাউজ অফ কমনস

খ. সিনেট

গ. হাউজ অফ লর্ডস

ঘ. হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস

উ:  খ. সিনেট

৭৬. কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়?

ক. অঘলেম টুরেসি 

খ. সারাহ গিলবার্ট 

গ. হ্যামিল্টন বিনেট

ঘ. আদর পুনেওয়ালা

উ: খ. সারাহ গিলবার্ট 

৭৭. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

ক. জিব্রাল্টার প্রণালী

খ. বসফরাস প্রণালী

গ. বাবেল মান্দেব প্রণালী 

ঘ. বেরিং প্রণালী

উ: গ. বাবেল মান্দেব প্রণালী 

৭৮. বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?

ক. ভারত

খ. চীন

গ.মায়ানমার

ঘ. বাংলাদেশ

উ: খ. চীন

৭৯. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

ক. স্থলবেষ্টিত রাষ্ট্র

খ. নিরপেক্ষ রাষ্ট্র।

গ. বাফার রাষ্ট্র

ঘ. জিরোসাম রাষ্ট্র

উ: গ. বাফার রাষ্ট্র

৮০. কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?

ক. যুক্তরাষ্ট্রের

খ. কানাডার

গ. জাপানের

ঘ. ভারতের

উ: ক. যুক্তরাষ্ট্রের


আরো পড়ুন:

কর্মসংস্থান ব্যাংকের ডাটাএন্ট্রি অটারেটর পদের প্রশ্ন সমাধান ২০২৩

যুবউন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার পরীক্ষার প্রশ্ন ও সমাধান


আজকের এই পোস্টে আমরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB) এর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা   পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তুলে ধরেছি।  আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান তুলে ধরে থাকি এরই ধারাবাহিকতায় আজকের  এই প্রশ্ন-সমাধান নিয়ে আলোচনা করেছি। আশা করছি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন , কারণ আমাদের এই প্রশ্ন সমাধান ১০০ % নির্ভূল ও সঠিক।

এছাড়াও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি। আপডেট নতুন চাকরির খবর, বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রশ্ন-সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। আরএকটি কথা আমরা শতভাব নিশ্চিত হয়েই সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। আমাদের ওয়েবসাইট থেকে কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ