এসএসসি ২০২২ এর ফলাফল প্রকাশ
(SSC Result 2022)
SSC Result-2022
কবে প্রকাশ হবে এসএসসি রেজাল্ট?
২০২২ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে। নভেম্বরের ২৮ তারিখের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ফলাফল প্রকাশের সম্মতি চাওয়া হবে বলে জানা গেছে। তবে মাধ্যমিকের ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।
২০২২ সালের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃ শিক্ষা
বোর্ডের সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এসএসসির রেজাল্ট তৈরীর কাজ শুরু হয়েছে।
তিনি আরো জানান, এসএসসি পরীক্ষার রেজাল্ট আগামী ২৭ থেকে ৩০
নভেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে
ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০
নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য
সময় উল্লেখ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
SSCResult-2022 with Marksheet
এসএসসি-২০২২ ফলাফল জানার উপায়
ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
শিক্ষাবোর্ড থেকে ফলাফল প্রকাশের
পর বিভিন্ন ভাবে ফলাফল জানা যায়। শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাট থেকে রেজাল্ট জানা
যাবে। তাছাড়া সকল শিক্ষাবোর্ডের রেজাল্ট নিম্নলিখিত দুটি ওয়েব সাইট হতে সহজে জানতে
পারবেন।
www.educationboardresults.gov.bd
www.eboardresults.com
এদুটি ওয়েব সাইট হতে আপনি জেএসসি, এসএসসি ও এইচএসসি সব পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এখানে পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্টের সাথে সমগ্র প্রতিষ্ঠানের রেজাল্ট, উপজেলা ও জেলার রেজাল্ট বিশ্লেষণের বিস্তারিত তথ্য পাওয়া যায়।
মোবাইলের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানার উপায়
ssc result 2022
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি/দাখিল ও সমমানের রেজাল্ট জানতে প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে
পরীক্ষার নাম ইংরেজিতে লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের
প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। আবার একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে এবং এর পর
আরো একটি স্পেস দিয়ে পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমনঃ SSC DIN
123456 2022 টাইপ করে 16222 এই নাম্বারে পাঠাতে হবে। ফিরতি এসএমএস এর মাধ্যমে
আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এসএসসি
সাধারণ বোর্ডের ফলাফলের জন্য এসএমএস পাঠানোর নমুনা-
SSC[স্পেস]DIN[স্পেস ]123456[স্পেস
]2022→16222
মাদ্রাসা
বোর্ডের দাখিল ফলাফলের জন্য এসএমএস পাঠানোর নমুনা-
DAKHIL[স্পেস]MAD[স্পেস
]123456[স্পেস ]2022→16222
এসএসসি
কারিগরি বোর্ডের ফলাফলের জন্য এসএমএস পাঠানোর নমুনা-
SSC[স্পেস]TEC[স্পেস ]123456[স্পেস
]2022→16222
আপনাদের সুবিধার্থে
সকল
বোর্ডের
নামের
প্রথম
তিন
অক্ষর
নিচে
দেওয়া হলো হলো
ঢাকা শিক্ষা বোর্ড DHA, চট্রগ্রাম শিক্ষা বোর্ড-CHI, রাজশাহী শিক্ষা বোর্ড-RAJ , যশোর শিক্ষা বোর্ড-JES, সিলেট শিক্ষা বোর্ড-SYL, কুমিল্লা শিক্ষা বোর্ড-COM, দিনাজপুর শিক্ষা বোর্ড-DIN, বরিশাল শিক্ষা বোর্ড-BAR, ময়মনসিংহ শিক্ষা বোর্ড-MYN, মাদ্রাসা শিক্ষা বোর্ড-MAD, কারিগরি শিক্ষা বোর্ড-TEC
ssc result with marksheet
এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখতে ক্লিক করুন
দাখিল রেজাল্ট দেখতে ক্লিক করুন
0 মন্তব্যসমূহ