Recents in Beach

#

৬৮ হাজার ৩৯০ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 NTRCA শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা রয়েছে ৬৮,৩৯০ টি। এর মধ্যে স্কুল ও কলেজের এমপিও পদ ৩১,৫০৮ টি এবং  মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও পদ রয়েছে ৩৬,৮৮২ টি। অনলাইনের মাধ্যমে উক্ত পদগুলোতে আবেদন শুরু হবে ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে এবং শেষ হবে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে ।

 

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২

নিয়োগকারী কর্তৃপক্ষ               : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)

পদের ধরণ                               :  এমপিও ভুক্ত পদ।

পদ সংখ্যা                                : ৬৮,৩৯০ টি।

স্কুল ও কলেজ                           : ৩১,৫০৮ টি।

মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান : ৩৬,৮৮২ টি।

আবেদন শুরু                           : ২৯ ডিসেম্বর ২০২২

আবেদন শেষ                           : ২৯ জানুয়ারি ২০২৩  

অনলাইনে আবেদনের লিংক    : http://ngi.teletalk.com.bd

অফিসিয়াল ওয়েবসাইট            : www.ntrca.gov.bd

৪র্থ গণবিজ্ঞপ্তির শূন্য পদের তালিকা, NTRCA শূন্য পদের তালিকা, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠাণের শূন্য পদের তালিকা, ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে? বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা ২০২২, শূন্য পদ দেখার নিয়ম, Ntrca উপজেলা ভিত্তিক শূন্য পদের তালিকা, গণবিজ্ঞপ্তি ntrca ২০২২ এর সকল তথ্য জানার জন্য এনটিআরসিএ অফিসিয়াল ওয়েবসাইট  www.ntrca.gov.bd ও http://ngi.teletalk.com.bd  ভিজিট করুন।

 

শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা

শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আবশ্যিক ভাবে নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে।

*  সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে।

* এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে।

* মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

* শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

* আবেদনকারীর বয়স : প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ পর্যন্ত ৩৫ বছর বা তার কম হতে হবে।

* প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল/কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দ (Choice) দিতে পারবেন।

* উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ (Choice) বহির্ভূত দেশের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে -অ্যাপ্লিকেশন ফরমে প্রদর্শিত  Other Option নামক বক্সে ইয়েস Yes Click করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে No Click করতে হবে।

ntrca_4th_gono_bigopti_2022

ntrca_4th_gono_bigopti_2022_2

ntrca_4th_gono_bigopti_2022_3



এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ pdf  ডাউনলোড


অনলাইনে আবেদনের নিয়ম

শিক্ষক নিবন্ধন ৪র্থ গণবিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের জন্য এনটিআরসিএ (NTRCA) ও টেলিটক ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। আবেদন করার বিস্তারিত নিয়ম যাবতীয় তথ্য জানতে শিক্ষক নিবন্ধন (৪র্থ গণবিজ্ঞপ্তি) pdf ফাইল ডাউনলোড করুন। তাছাড়া অনলাইন আবেদন ও ফি প্রদানের জন্য উক্ত ওয়েবসাইটে ভিডিও টিউটোরিয়াল নমূনা পাওয়া যাবে । প্রয়োজনে তা দেখে নিতে পারেন।

 

ngi.teletalk.com.bd

ngi.teletalk.com.bd ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ এর আবেদন এর জন্য উক্ত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। Online Application পূরণ করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত রাখবেন। NGI Online Application বা ngi.teletalk.com.bd online application করার জন্য যেসব তথ্য প্রয়োজন হবে তা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । সকল তথ্য সঠিক ভাবে পূরণ করে নির্ভৃল ভাবে আবেদন করুন।

 

এনটিআরসিএ ৪র্থ গণবিজ্ঞপ্তি ২০২২ pdf  ডাউনলোড

পরিশেষে, আমরা এই পোস্টে এনটিআরসিএ এর বেসরকারি শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি , শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২২ , এমপিও ভুক্ত স্কুল,কলেজ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২  তথা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তুলে ধরেছি। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে  শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিসহ বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানা যাবে । সেইসাথে অনলাইনে আবেদন ও ফি প্রদানের নিয়ম  এবং বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইল ডাউনলোড করা যাবে।

 

 আরো পড়ুন:


১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস


এসএমএস ছাড়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড


শুন্য থেকে সরকারি চাকরির প্রস্তুতি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ