Recents in Beach

#

হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর প্রশ্ন ও সমাধান ২০২৩

 

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর  প্রশ্ন সমাধান ২০২৩

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পেোরেশন এর সরাসরি নিয়োগের জন্য “ডাটা এন্ট্রি অপারেটর” পদের নিয়োগ পরীক্ষা আজ ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শেষ হওয়ার ঠিক পরেই আমরা এখানে প্রকাশ করেছি নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান।

সাধারণত প্রত্যেক পরীক্ষার্থীই পরীক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষা কেমন হলো তা জানার জন্য প্রশ্নের সামাধান খুঁজে থাকেন। আবার অনেক পরীক্ষার্থী অন্যান্য বিভিন্ন পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নের ধরণ জানতে বিগত সালের প্রশ্ন সমাধান খুঁজে থাকেন। আপনাদের সুবিধার জন্য আজকে আমরা তুলে ধরলাম বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পেোরেশন (BHBFC) এর “ডাটা এন্ট্রি অপারেটর” পদের লিখিত পরীক্ষার নির্ভূল প্রশ্ন-সমাধান।

বাংলাদেশ হাউজ বিল্ডিংফাইনান্স ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান


বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (লিখিত)

সময়: ৬০ মিনিট পূর্ণমান: ৯০

পরীক্ষার তারিখ: ০৮.০৯.২০২৩


. এক কথায় প্রকাশ করুন: (৫)          

. যে শুনেই মনে রাখতে পারে=শ্রুতিধর

. চৈত্র মাসের ফসল= চৈতালি

. পা ধোয়ার জল= পাদ্য

. ক্ষুদ্র বাগান= বাগিচা

. বিশ্বজনের জন্য হিতকর= বিশ্বজনীন

. সন্ধি বিচ্ছেদ করুন: (৪)

. লবণ = লো+অন

. মতৈক্য = মত+ঐক্য

. ক্ষুধার্ত = ক্ষুধা+ঋত

. সন্তান = সম্+তান

. শুদ্ধ বানান লিখুন: (৪)

. সমিচীন- সমীচীন

. ন্যূনতম ন্যূনতম

. মুমুর্ষু- মুমূর্ষু

. সায়ত্ত্বশাসন- স্বায়ত্তশাসন

. বিপরীত শব্দ লিখুন: (৪)             

. অবনত- উন্নত

. স্বাধীন- পরাধীন

. বর্জন- গ্রহণ

. অগ্রজ-অনুজ

. সংক্ষিপ্ত উত্তর দিন: (৩)

. ‘আমার দেখা নয়াচীন' 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ দুটির রচয়িতা কে?

. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

. হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

. ১৯৫২ সালে

. সান্ধ্য ভাষায় লিখিত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কোনটি?

. চর্যাপদ

6. Translate into English : (২)

. তুমি, সে আমি একত্রে যাব।

. You, he and I will go together.

. সে সাঁতার দিয়ে নদী পার হলো।

. He / she swam across the river.

7. Fill in the blanks:(২)

ক. If I .... you, I would not have done this.

উ. were

খ. Water.... into vapour.

. turns

8. Write correct spelling: (২)

. Liefienant- Lieutenant

খ. Ocassion- Occasion

9. Fill in the blanks with appropriate preposition: (২)

. You conduct admits.... no excuse  . of

. I am independent.... my family  . of

10. Change the Gender: (২)

. Fox- Vixen

খ. Bee- Drone

হাউজ বিল্ডিং ফাইনান্স ডাটা এন্ট্রি অপারেটর নির্ভূল প্রশ্ন সমাধান

11. Use the right form of verbs: (২)

. Neither he nor his friends (attend) the function.

. Neither he nor his friends attend the function

খ. One of the boys (have) done it.

উ. One of the boys has done it.

12. Correct the following sentence: (৩)

. He succeed in get the job.

. He succed in getting the job.

খ. Most of the people suffer in depression.

উ. Most of the people suffer from in depression.

গ. Myself did the work.

উ. I did the work

13. Write an application to a bank manager to open a bank account. (৫)

Ans: 

08.09.2023

To

The Manager

"X" Bank Ltd.

Mohakhali Branch, Dhaka-1000

Sub: Application for Opening a Bank Account.

Dear Sir,

I am Mr. Rahim Uddin. I wish to open a savings account with your bank. The primary purpose of this account is personal savings. I believe that your bank is well-suited to meet my banking needs, and I am looking forward to a fruitful banking relationship with your institution.

I have enclosed all the necessary documentation and identification as required by your bank for account opening:

Therefore, considering my above situation, please kindly take the necessary measures to open a savings account in your bank.

 Yours sincerely,

 Mr. Rahim Uddin

BHBFC Question Solution 2023

১৪. পিতার বয়স পুত্রের বয়সের ৪গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? (৫)

সমাধান:

মনেকরি,

পুত্রের বর্তমান বয়স     = x বছর

\ পিতার   "      "         = 4x  "

এখন,    6 বছর পূর্বে পুত্রের বয়স ছিল    = (x - 6) বছর

\         6  “       ”   পিতার  “      ”           =(4x - 6) "

প্রশ্নমতে, 10( x-6) = 4x - 6

10x-60= 4x-6

10x-8x = -৬ + ৬০

৬x = ৫৪

x=9

\ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর

এবং পিতার বর্তমান বয়স  = ৪ x ৯ = ৩৬ বছর

উ: পিতার বর্তমান বয়স ৩৬ বছর ও পুত্রের বর্তমান বয়স ৯ বছর

১৫. এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কিনে, ৮টি কমলা সেই দামে বিক্রয় করে। তার শতকরা কত লাভ হয়? (৫)

সমাধান:

মনেকরি,

১০টি কমলার ক্রয়মূল্য = ১০০ টাকা

০১ টি কমলার ক্রয়মূল্য ১০০/১০ টাকা = ১০ টাকা

আবার, ৮টি কমলার বিক্রয়মূল্য = ১০০ টাকা

            ১টি কমলার বিক্রয়মূল্য = ১০০/৮ টাকা= ১২.৫ টাকা।

তাহলে, লাভ = ১২.৫ - ১০ = ২.৫ টাকা

শতকরা লাভ =২.৫/১০x১০০%

                        = ২৫%

উ: ২৫ %

bhbfc.teletalk.com.bd Question & Answer

১৬. একজন দোকানদান ৭.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হতো এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হতো তাহলে ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? (৫)

 সমাধান:

৭.৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৭.৫) টাকা

= ৯২.৫ টাকা

১০% কমে ক্রয়মূল্য = (১০০- ১০) = ৯০ টাকা

২০% লাভে বিক্রয়মূল্য= ৯০+৯০ এর ২০%

                                    =৯০+ ৯০×২০/১০০

                                    =৯০+১৮

                                    =১০৮ টাকা

\ বিক্রয়মূল্য বেশি= (১০৮-৯২.৫)= ১৫.৫ টাকা

বিক্রয়মূল্য ১৫.৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য =১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য =১০০/১৫.৫ টাকা

বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয়মূল্য =১০০×৩১/১৫.৫ টাকা         

                                                            =২০০ টাকা।

উ: ২০০ টাকা।

১৭. a + b = 7 এবং ab = 5 হলে, 8ab(a2 +b2) = ?  (৫)

সমাধান:

দেওয়া আছে, a + b = 7 এবং a-b =5

প্রদত্ত রাশি        = 8ab(a2 + b2)

                        = 4ab. 2(a2 + b2)

                        ={{a + b)2(a - b)2}{(a + b)2 + (a - b)2}

                        = {(7) - (5)2} {(7)2 + (5)}

                        =(7-5) (7+5)

                        = 2 × 12 = 24

                        = 24

                        উ: 24

১৮. পূর্ণরূপ লিখুনঃ (৫)

ক. e-GP- Electronic Government Procurement.

খ. WAN - Wide Area Network.

গ. ROM- Read Only Memory.

ঘ. a2i- Aspire to Innovate.

ঙ. www- World Wide Web.

১৯. কী-বোর্ডে কমান্ড লিখুন:            (৫)

ক. কপি = Ctrl + C

খ. পেস্ট = Ctrl + V

গ. নতুন ফাইল খোলা = Ctrl + N

ঘ. সর্বশেষ কমান্ড বাতিল করা = Ctrl + Z

ঙ. Select All = Ctrl + A

২০. Chat GPT কর্মক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে- এ নিয়ে আপনার মতামত লিখুন। (৫)

উ: Chat GPT এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা ব্যবহারকারীরা সাথে মানবিক সাথে সাক্ষরিক আলাপ করতে সাহায্য করে। এটি নিম্নলিখিত ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে:

১. শিক্ষা ক্ষেত্রে: Chat GPT শিক্ষার্থীদের প্রশ্নোত্তর, প্রকল্পের সাথে সাহায্য করতে পারে, তাদের শেখা মাস্টারপিস এবং শিক্ষকের সাথে সাহায্য করতে পারে।

২. প্রেসক্ষেত্রে: সংবাদ সংগ্রহের সময়ে, সাংবাদিকদের মধ্যে প্রশ্ন এবং প্রতিক্রিয়া লেখার জন্য সাহায্য করতে পারে।

৩. স্বাস্থ্য যন্ত্রণায়: রোগীদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে প্রশ্নোত্তর দেওয়া এবং প্রতিক্রিয়া দেওয়া যেতে পারে।

৪. প্রানোয়ামে ব্যবসায়: ব্যবসায়িক প্রকল্পে সাহায্য দেওয়া এবং ব্যবসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে।

৫. ভাষা শিক্ষা: ভাষা শেখা, ভাষা ব্যবহার এবং সাক্ষরতা শিখার জন্য উপযুক্ত সাধারণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে।

এই সব ক্ষেত্রে, Chat GPT ব্যবহারকারীদের সাথে ব্যক্তিগত এবং সাহায্যকর সাক্ষরিক আলাপে সাহায্য করতে পারে এবং সমস্যার সমাধানে সাথে সাথে সাহায্য করতে পারে।

 ২১.ক. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নির্মাতা প্রতিষ্ঠান ও দেশের নাম কি? (২)

উ: থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স।

খ. ইনপুট ও আউটপুট উভয় হিসেবে কাজ করে এমন দুটি ডিভাইসের নাম লিখুন। (৩)

উ: মডেম (Modem) ও টাচ স্ক্রিন (Touch Screen )

২২. ক. Firewall কাকে বলে? আধুনিক Computer এর জনক কে? (২)

উ: Firewall একটি সুরক্ষা প্রযুক্তি যা কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। এটি একটি ব্যবস্থা বা উপাদান যা কম্পিউটারের নেটওয়ার্ক সংযোগের সাথে আসা ডেটা পরিচালনা করে এবং অনুমতি দেয় বা বাধা দেয় সাথে আসা ডেটা নির্দেশ করতে। এটি এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এর বহুল ব্যবহার লোকাল এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে। আধুনিক কম্পিউটার এর Computer এর জনক চার্লস ব্যাবেজ।

খ. বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? (২)

উ. ঝিলংজা, কক্সবাজার ও কুয়াকাটা, পটুয়াখালী ।

গ. CPU এর অংশ কয়টি ও কি কি? (১)

উ: CPU এর অংশ তিনটি।

i. Arithmetic Logic Unit (ALU )

ii. Control Unit.

iii. Register Memory.

২৩. ক. Key Board এ F1-F12 এবং Shift, Ctrl, Alt বোতামগুলোকে কি বলা হয়? (২)

উ: F1 – F12 = Function Key এবং Shift, Ctrl, Alt = Modifier Key.

খ. অপটিক্যাল ফাইবার সম্পর্কে টিকা লিখুন । (৩)

উ: অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাঁচ তন্ত্র। দুটি ভিন্ন ঘনত্বের কাচের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়ে এটি কাজ করে। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়।

bhbfc Data Entry Operator Question & Solution 2023

আজকে আমরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান তুলে ধরেছি।  আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান তুলে ধরে থাকি এরই ধারাবাহিকতায় আজকের  এই প্রশ্ন-সমাধান নিয়ে আলোচনা করেছি। 

এছাড়াও নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া মাত্রই আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে আপলোড করে থাকি। আপডেট নতুন চাকরির খবর, বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল, প্রশ্ন-সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। আরএকটি কথা আমরা শতভাব নিশ্চিত হয়েই সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি। আমাদের ওয়েবসাইট থেকে কোনো ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ